বিএসজেএ মিডিয়া কাপ শুরু কাল

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) আগামীকাল (রোববার) থেকে মিডিয়া কাপ ক্রিকেট আয়োজন করছে। দেশের শীর্ষস্থানীয় ৩২টি মিডিয়া প্রতিষ্ঠান এই টুর্নামেন্টে খেলবে। আজ দুপুরে টুর্নামেন্ট উপলক্ষ্যে সংবাদ সম্মেলন ও ড্র অনুষ্ঠিত হয়।
দেশের অন্যতম শীর্ষ স্থানীয় অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট ‘এইচ’ গ্রুপে পড়েছে। আগামীকাল তাদের প্রতিপক্ষ সময় টিভি। গ্রুপ পর্বও হবে নকআউট ভিত্তিক। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ বাংলাভিশন-জনকণ্ঠ। ঢাকা পোস্ট আগামীকাল জিতলে ওই ম্যাচের জয়ী দলের সঙ্গে রাউন্ড ১৬ ম্যাচ খেলবে।
বিএসজেএ মিডিয়া কাপ টুর্নামেন্টের ড্র উপলক্ষ্যে আজ সংবাদ সম্মেলনে অতিথি ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই তারকা মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এই টুর্নামেন্ট নিয়ে বলেন, ‘আশা করি টুর্নামেন্টটি সফলভাবে শেষ হবে। এটি দারুণ এক উদ্যোগ। পেশাগত ব্যস্ততার মধ্যেও সাংবাদিকদের সুন্দর একটি বিনোদনের উপলক্ষ্য।’
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার মজার ছলে বলেন, ‘আজকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। টুর্নামেন্ট চলাকালেও আসতে চাই। এই টুর্নামেন্টের রিপোর্টিংটা আমি নিজে করতে চাই।’
৩২ দলের মিডিয়া কাপ টুর্নামেন্ট পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার স্পন্সর বসুন্ধরা কিংস। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন এই টুর্নামেন্ট আয়োজন করছে। আজ বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসজেএ সাধারণ সম্পাদক আনিসুর রহমান, টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি, সদস্য সচিব রবিউল ইসলাম সহ-সভাপতি বর্ষণ কবিরসহ আরও অনেকে।
এজেড/এএইচএস