মোহামেডানের কোচ কার্লো অ্যানচেলত্তি, বসুন্ধরার ডেভিড!

খবরের শিরোনাম দেখে চমক মনে হতেই পারে। শুধু চমকই না, রিয়াল মাদ্রিদের কোচের নাম বাংলাদেশের ক্লাব মোহামেডানের পাশে দেখা রীতিমত অবিশ্বাস্য। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের অফিসিয়াল ওয়েবসাইটে আপাতত মোহামেডান কোচের নাম তাই দেখাচ্ছে! সেখানেই শেষ না। লিগের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, বসুন্ধরা কিংসের কোচ ডেভিড অ্যানচেলত্তি (রিয়াল কোচের ছেলে)!
বাংলাদেশ প্রিমিয়ার লিগের অফিসিয়াল ওয়েবসাইটের যাত্রা শুরু হয়েছে চলতি বছরই। এখনও অবশ্য সেখানে লেখা আছে Under Maintenance. তবে এমন কথা লেখা থাকলেও বেশিরভাগ তথ্যই এখন পর্যন্ত নির্ভুলভাবেই দেওয়ার চেষ্টা করা হয়েছে। ক্লাবগুলোর প্রোফাইল আর খেলোয়াড়দের নামের তালিকা যথাযথভাবেই উপস্থাপনের চেষ্টা করেছে তারা।

যদিও দেশের বড় দুই ক্লাব মোহামেডান স্পোর্টিং এবং বসুন্ধরা কিংসের কোচের অংশেই দেখা গেল বড় রকমের ভুল। মোহামেডানের কোচের নাম হিসেবে দেখানো হয়েছে কার্লো অ্যানচেলত্তির নাম। নিজ দেশের নামের স্থানে লেখা ‘পজিশন’। তাতে অবশ্য ইতালির নামটাই লেখা হয়েছে।
ভুল হয়েছে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের নিজস্ব ক্লাব বসুন্ধরা কিংসের ক্ষেত্রেও। কার্লো অ্যানচেলত্তির ছেলে ডেভিড অ্যানচেলত্তিকে দেখানো হয়েছে কিংসের কোচ হিসেবে। আদতে ডেভিড নিজেও কোচ। তবে, তিনি এখন রিয়াল মাদ্রিদের সহকারী কোচ হিসেবে কাজ করছেন।
মোহামেডানের কোচ হিসেবে চলতি মৌসুমে ডাগআউটে আছেন দেশের কিংবদন্তি ফরোয়ার্ড আলফাজ আহমেদ। আর বসুন্ধরার ডাগআউটে আছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। চলতি মৌসুমে ঘরোয়া লিগে দুই দলই আছে ভাল ছন্দে। তিন রাউন্ড শেষে বসুন্ধরা কিংস এককভাবে নয় পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে। ঐতিহ্যবাহী মোহামেডান ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
জেএ