ধোনির যে আইপিএল রেকর্ড ছাড়ালেন রোহিত

মারকুটে ব্যাটিংয়ের ধরণের জন্য ভক্ত-সমর্থকদের কাছে হিটম্যান নামে পরিচিত রোহিত শর্মা। মারকুটে ব্যাটিং দিয়ে এবার নিজের নামে করে নিয়েছেন আরও একটি রেকর্ড। টপকে গেছেন মহেন্দ্র সিং ধোনিকে। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি আইপিএল ছক্কা এখন তার।
শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এ রেকর্ড নিজের নামে করে নিয়েছেন রোহিত শর্মা। ভারতীয়দের মধ্যে এতদিন সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির। ২০৬ ম্যাচে তিনি মেরেছেন ২১৬টি ছক্কা। এ রেকর্ড যখন ধোনি থেকে কেড়ে নিচ্ছে, রোহিত খেলেছেন তার চেয়ে কম ম্যাচ। ২০৩ ম্যাচেই তিনি মেরেছেন ২১৭টি ছয়। শনিবার সন্ধ্যায় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ভুবনেশ্বর কুমারের বল ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে ধোনিকে টপকে যান মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক।
সব মিলিয়ে রেকর্ডটা থেকে অবশ্য অনেক দূরেই আছেন রোহিত। শীর্ষে থাকা ক্রিস গেইলকে টপকে যেতে হলে তাকে মারতে হবে আরও ১৩৪টি ছক্কা। আইপিএলে গেইলের ছক্কার সংখ্যা ৩৫১টি। তবে রোহিতের পক্ষে দ্বিতীয় স্থানে থাকা এবি ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে যাওয়া খুব সম্ভব। ১৭১ ম্যাচে তার ছক্কার সংখ্যা ২৩৭টি। এরপরই অবস্থান রোহিত শর্মার, ধোনি আছেন চতুর্থ স্থানে। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন পঞ্চম স্থানে। ১৯৬ ম্যাচে তিনি মেরেছেন ২০১টি ছক্কা।
এনইউ/এটি