‘৪’ উইকেট পেয়েও বোলিং করা কঠিন বললেন নাহিদুল

বিপিএলে দশম আসরের দ্বিতীয় দিনে গতকাল (শনিবার) ম্যাচ ছিল দুটি। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৪ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। এনামুল হক বিজয়ের দলে শুরুতে বল হাতে জয়ের ভীত গড়ে দিয়েছিলেন খুলনার স্পিনার নাহিদুল ইসলাম। মাত্র ১২ রানেই তিনি ৪ উইকেট নিয়েছেন। এরপর ব্যাট হাতে বাকি কাজ সারেন দলের ব্যাটাররা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের বোলিং নিয়ে নাহিদুল বলেন, ‘সবসময় আমার পরিকল্পনা থাকে নতুন বলে স্টাম্প টু স্টাম্প বল করা। ব্যাটাররা যাতে সহজে খেলতে না পারে। তবে উইকেট ঠিক কঠিন না, কারণ ব্যাটে ভালো বল আসতেছিল। প্রথম ম্যাচ কোনোভাবে হয়তো মিস হয়েছে।’
নতুন বলে এদিন ব্যাটসম্যানদের ওপর বেশ ভালো নিয়ন্ত্রণ দেখিয়েছেন নিয়েছেন নাহিদুল। তবুও জানালেন প্রথমে বোলিং করা কঠিন, ‘নতুন বলে বোলিং করাটা আসলে কঠিন। কঠিনটাকে সহজ বানানোর চেষ্টা করছি গত ৫-৭ বছর ধরে। ঘরোয়াতেও আমি নতুন বলেই বোলিং করি এবং অনুশীলনটাও চেষ্টা করি করার। সব ম্যাচেই তো এক্সিকিউশন ভালো হবে না। হয়তোবা আজকে দিনটা ভালো ছিল। আজকে হয়তোবা কাজে লেগেছে।’
নাহিদুলের সঙ্গে খুলনা ফ্র্যাঞ্চাইজিতে আছেন আরেক অভিজ্ঞ স্পিনার নাসুম আহমেদও, তিনিও নতুন বলে বল করে থাকেন। দলে দুজনের ভূমিকা নিয়ে নাহিদুল বলেন, ‘এটা আসলে পরিস্থিতির ওপর নির্ভর করে। কারণ বাঁ-হাতি, ডানহাতির একটা সমন্বয় থাকে। নাসুম অভিজ্ঞ ও জাতীয় দলের বোলার। ওর একটা ভূমিকা আছে আবার সীমাবদ্ধতা অনুযায়ী আমার একটা ভূমিকা আছে, সেটা সে করে দেয়। আমি চেষ্টা করি ওইটাকে দিনকে দিন কার্যকর করার।’
এসএইচ/এএইচএস