এয়ারপোর্ট প্রিমিয়ার লিগ ক্রিকেটের জার্সি উম্মোচন

এয়ারলাইন্স ক্লাবস ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্যোগে এয়ারপোর্ট প্রিমিয়ার লিগ ক্রিকেটের (এপিএল) জার্সি উম্মোচন করা হয়েছে। জার্সি উন্মোচন করেন ক্লাব সদস্য নাজিয়া সুলতানা।
আজ (রোববার) বিকেল সাড়ে তিনটায় উৎসবমুখর পরিবেশে জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, সেক্রেটারি মোর্শেদ ফখরুল চৌধুরী, সাবেক সভাপতি রাগীব রহমান, সাবেক ক্লাব সেক্রেটারি মারজান আহমদ চৌধুরী ও সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ক্লাব কোষাধ্যক্ষ তঊসিফ ইসমাইল চৌধুরী, পারভেজ হালিম, সাহিম আহমদ খান, অজয় রায়, জাহিদ আহমদ, সাবিবর আহমদ, সাহবুদদিন আহমদ, বাবুল মিযা, নিতাই দাশ, দিলু মিয়া, দিলদার হোসেন, সাজিদ মিয়া, আলমগীর আহমদ, সুমন আহমদ, খালেদ মিয়া ও সজীব মিয়া প্রমুখ।
আগামীকাল সিলেটের এয়ারপোর্ট কলোনি ফিল্ডে এপিএলের পঞ্চম আসর মাঠে গড়াবে। টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে পাঁচটি দল।
বিজ্ঞপ্তি/