'আমরা জানি কায়েস ভাই কী করতে পারে'

বিপিএলে কুমিল্লাকে রীতিমত নিজের ঘরবাড়ি বানিয়ে ফেলেছেন ইমরুল কায়েস। বাকি খেলোয়াড়রা যখন এক ফ্র্যাঞ্চাইজ থেকে আরেক ফ্র্যাঞ্চাইজে ঘুরছেন, ইমরুল তখনও আছেন গোমতীপাড়ের শহরের অংশ হয়ে। গেল দুবার কুমিল্লার চ্যাম্পিয়ন অধিনায়কই ছিলেন দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই মুখ। এবার অধিনায়ক না হলেও খেলছেন দুর্দান্ত।
ফরচুন বরিশালের বিপক্ষে কুমিল্লার হয়ে এদিনও বড় রান স্কোরার ছিলেন ইমরুল কায়েস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই অধিনায়ক লিটন দাসের প্রশংসায় ভাসলেন ইমরুল। জানালেন, সিনিয়ার এই ক্রিকেটারের কাছ থেকে এমন পারফর্মই চান পুরোটা মৌসুম।

লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল, গেল আসরে খুব বেশি রান ছিল না ইমরুলের ব্যাটে, এবার আপনি অধিনায়ক হয়েছেন। সঙ্গে সে রান করছে, কি মনে হচ্ছে। জবাবে লিটন বলেন, ‘অবশ্যই আমরা জানি কায়েস ভাই কি করতে পারে একটা দলের জন্য। সুতরাং অলরেডি দুটো ম্যাচেই প্রমাণ করেছেন। আশা করব যে উনি যে ফর্মে আছেন এটা কন্টিনিউ করার। যতখানি উনি স্ট্রাইকে থাকতে পারবে আমাদের দলের জন্য খুবই ভালো হবে।'
ইমরুলের কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব এসেছে লিটনের কাঁধে। মাঠে সবমিলিয়ে কেমন কথা হয়, তার ইনপুট কেমন তা নিয়েও ছিল প্রশ্ন। লিটন বলছিলেন, ‘ওভারঅল সবদিক থেকেই (ভাল সাড়াদান প্রসঙ্গে)। আমার কাছে মনে হয় কায়েস ভাই এমন একটি ব্যক্তি এসব নিয়ে তার মধ্যে দুশ্চিন্তার কিছু নেই। সে খেলাটাকে ইনজয় করতে চায়, খেলতে চায়। আমার মনে হয় সে এটাই করছে একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে। দলকেও যথেষ্ট দেওয়ার চেষ্টা করছে এবং দিচ্ছেও।'
এসএইচ/জেএ