বিধিনিষেধ বাড়ল : ফের জটিলতায় আবাহনী ও ঘরোয়া লিগ

চলমান লকডাউন আরও সাতদিন বাড়ানোর প্রস্তাবনা এসেছে। আজ (সোমবার) রাত অথবা আগামীকালে আসবে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন। লকডাউনের পাশাপাশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশের চলমান এই অবস্থার প্রেক্ষিতে বেশ সমস্যায় পড়েছে ঢাকা আবাহনী।
এএফসি কাপের প্লে অফ ম্যাচ খেলতে ২৫ এপ্রিল ভারতে যাওয়ার অনুরোধ রেখেছিল এএফসি। ২১ এপ্রিল লকডাউন উঠে গেলে সেই সম্ভাবনা খানিকটা তৈরি হতো। কিন্তু লকডাউন বাড়ায় এবং ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞাও বহাল থাকায় ২৫ এপ্রিল ভারতে গিয়ে খেলার কোনো সম্ভাবনাই দেখছেন না আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপু, ‘ঢাকায় ভারতীয় হাই কমিশন বন্ধ। ভিসা নেয়ার সুযোগ নেই। ফ্লাইট বন্ধ। এমন পরিস্থিতিতে কোনোভাবেই খেলতে যাওয়া সম্ভব না।’
এএফসি কাপের দক্ষিণ এশিয়ান জোনে প্লে অফের দুইটি ম্যাচ বাকি রয়েছে। এএফসির পরিকল্পনা ছিল ২৫ এপ্রিল ভারতে আবাহনী ও মালদ্বীপের ঈগলসের ম্যাচ আয়োজনের। এরপর জয়ী দল ২৮ এপ্রিল গোয়াতেই ব্যাঙ্গালুরুর সঙ্গে পরবর্তী প্লে অফ খেলবে।
বাংলাদেশে লক ডাউন এক সপ্তাহ বাড়ায় পরের প্লে অফ ম্যাচের সূচিও বদলাতে হবে এএফসিকে। আগামীকাল আবার এএফসিকে চিঠি দেবে আবাহনী, ‘সরকারের প্রজ্ঞাপন হয়ে গেলে আবার আমার এএফসিকে চিঠি দেব। তখন তারাই পরবর্তী করণীয় ঠিক করবে।’ -বলেন রুপু।
বর্তমান অবস্থার প্রেক্ষাপটে মালদ্বীপে গিয়ে খেলার অবস্থায় যাচ্ছে বলে মনে করেন রুপু, ‘দক্ষিণ এশিয়ার গ্রুপের মূল পর্ব হবে মালদ্বীপে। ১৪ মের এক সপ্তাহ আগে ওখানে দুইটি প্লে অফ হলে সব দলের জন্যই ভালো।’
আবাহনী আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য যেমন আটকে গেছে তেমনি ঘরোয়া ফুটবলের অন্য ক্লাবগুলোও আটকে গেছে লিগ খেলার জন্য। চলমান লকডাউন বর্ধিত হওয়ায় প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় লেগ শুরু হওয়া নিয়ে পুনরায় অনিশ্চয়তা দেখা দিল।
বুধবার জরুরি সভা রয়েছে বাফুফের লিগ কমিটির। সেই সভায় খুব বেশি আশাজনক হওয়ার মতো দেখছেন না আবাহনীর ম্যানেজার রুপু, ‘আসলে পরিস্থিতি কোন সময় কোন দিকে যায়। বলা যাচ্ছে না। বুধবারের সভায় লিগ শুরুর ব্যাপারে সুনিদিষ্ট দিনক্ষণ আসা বেশ কঠিনই।’
এজেড/এটি/এমএইচ