টস জিতে ফিল্ডিংয়ে মুস্তাফিজের রাজস্থান

আগের ম্যাচে ক্রিস মরিসের ব্যাটে চড়ে এসেছিল দুর্দান্ত জয়। তবে প্রথম ম্যাচে সাঞ্জু স্যামসানের সেঞ্চুরিও জেতাতে পারেনি রাজস্থান রয়্যালসকে। এবারের আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক স্যামসান। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও একাদশে আছেন মুস্তাফিজ।
আইপিএলে নিজের প্রথম ম্যাচে ৪৫ রান খরচ করে উইকেট না পেলেও দ্বিতীয়টিতে ২৯ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। তাই তার ওপর আস্থা রাখছে রাজস্থানও। আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে তারা। একাদশে পরিবর্তন আনেনি চেন্নাই সুপার কিংসও।
রাজস্থান একাদশ
জস বাটলার, মানান ভোরা, বেন স্টোকস, সাঞ্জু স্যামসান, রায়ান পরাগ, শিভাম দুবে, রাহুল ত্রিপাটি, ক্রিস মরিস, শ্রেয়াস গোপাল, চেতেন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।
চেন্নাই একাদশ
রুতুরাজ গায়কোয়াড়, ফ্যাফ ডু প্লেসি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), মঈন আলি, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, ডোয়াইন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার।
এমএইচ