পোপের দুর্দান্ত শতকে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের লিড

ভারতে সফরের আগেই ওলি পোপ জানিয়েছিলেন, পিচ স্পিন সহায়ক হলে কোনোপ্রকার অভিযোগই তিনি করবেন না। এরপর প্রথম ইনিংসে ভারতের স্পিনেই কাবু হয়েছিলেন ইংলিশ সহ-অধিনায়ক। তাতে তার দলও পড়েছিল বিপাকে। ভারতের মাটিতে ইংলিশদের বাজবল কতটা সফল সেই প্রশ্নও তুলতে ছাড়েননি অনেকে। তবে দ্বিতীয় ইনিংসে সেই ওলি পোপই ইংলিশদের জন্য নিয়ে এলেন স্বস্তি।
ভারতের রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা আর অক্ষর প্যাটেলদের সামলে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়ানডাউনে নামা পোপ। সারাদিন সফলতার মুখ দেখা ভারতীয় বোলাররা দিনশেষে আটকেছেন ওই ওলি পোপের কাছেই। হায়দ্রাবাদে দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নিয়েছেন শতক। অপরাজিত আছেন ১৪৮ রানে। তাতে ভারতের বিপক্ষে ১২৬ রানের লিড ইংল্যান্ডের।

তৃতীয় দিনের শুরু থেকেই নিজের রূপ দেখাতে শুরু করেছে ভারতীয় পিচ। পার্টটাইমার জো রুটই সুইং দিয়ে কাবু করলেন ৮৭ রান করা জাদেজাকে। নিজেদের ইনিংস এদিন খুব বেশি বড় করতে পারেনি ভারত। জাদেজা আউটের পরের বলেই বোল্ড হয়েছেন জাসপ্রিত বুমরাহ। আর শেষ ব্যাটার হিসেবে অক্ষরকে ফিরিয়েছেন রেহান। ভারতের লিড ১৯০ রানের।
প্রথম ইনিংসের মতোই সাহসী শুরু ছিল বেন ডাকেট এবং জ্যাক ক্রলির। তবে সেটা পেসের বিপক্ষে। স্পিনারদের বিপক্ষে সাবধানী ছিলেন দুজনেই। তবে কপাল পুড়েছে ক্রলির। অশ্বিনের বলে ফিরতে হয় তাকে। বেন ডাকেটকে সঙ্গ দিতে আসেন পোপ। দুজনের জুটি লড়াই করেছে দারুণভাবে। ডাকেট খেলেছেন সাহসী ক্রিকেট। অন্যদিকে পোপ খেলেছেন কিছুটা রয়ে সয়ে। সেশনটাও দুজনে শেষ করেছিলেন অবিচ্ছিন্ন থেকে।

তবে সেশন ব্রেকের পরেই বুমরাহর সুইংয়ে পরাস্ত ডাকেট। জো রুট ব্যর্থ এই ইনিংসেও। ফিরেছেন ২ রান করে। জনি বেয়ারস্টো চেষ্টা করেছিলেন টিকে থাকতে। তবে রবীন্দ্র জাদেজার বলটা যেভাবে তাকে বোল্ড করেছে, সেটা অনেকটা দিন মনে রাখবে হায়দ্রাবাদে উপস্থিত হওয়া মানুষরা। স্টোকস আগের ইনিংসে নায়ক হলেও এবার পথ হড়কেছেন। বেয়ারস্টো করেছেন ১০ রান। স্টোকস ৬।
এমন আসা যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন ওলি পোপ। স্পিন কিংবা পেস, সবক্ষেত্রেই নিজেকে সামাল দিয়েছেন দারুণভাবে। তবে বাজবলের তত্ত্বটাও ছেড়ে যাননি। সুযোগ পেলেই বল সীমানার বাইরে পাঠিয়েছেন। মাপা ইনিংসে বল হাওয়ায় ভাসাননি। তবে ১৭টি চার মেরেছেন পুরোটা সময়।
শেষদিকে তাকে সঙ্গ দিয়েছেন বেন ফোকস। ৮১ বল খেলে করেছেন ৩৪ রান। তবে তারচে বড় কথা, পোপকে সঙ্গ দিয়েছেন লম্বা সময়ের জন্য। ততক্ষণে ভারতের বিপক্ষে ১০০ রানের কাছাকাছি লিড নিয়েছে ইংল্যান্ড। ফোকস শেষ পর্যন্ত ফিরেছেন অক্ষর প্যাটেলের বলে। দিনের বাকি সময়টায় বিপদ বাড়াননি রেহান আহমেদ। ইংলিশরা দিন শেষ করেছে ৬ উইকেটে ৩১৬ রানে।
জেএ