অনূর্ধ্ব-১৭ জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

ওয়ালটনের পৃষ্ঠপোষকতা ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ (শনিবার) থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে বান্দরবান ও চাপাঁইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা জিতেছে। তাদেও বিপক্ষে যথাক্রমে পরাজিত হয়েছে কুষ্টিয়া ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।
উদ্বোধনী ম্যাচে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার মুখোমুখি হয় পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা। পরবর্তীতে বান্দরবান ৩৬-২১ গোলে কুষ্টিয়াকে এবং অপর ম্যাচে চট্টগ্রামকে ২৮-২৪ গোলে হারায় চাপাঁইনবাবগঞ্জ।
এর আগে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

উদ্বোধনী অনুষ্ঠানে রবিউল ইসলাম মিলটন বলেন, ‘ওয়ালটন প্রায় ৫৫-৫৬টা ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করছে। প্রতি বছর আমরা অনেকগুলো ফেডারেশনের বছরব্যাপী নানা আয়োজনের পৃষ্ঠপোষকতা করছি। ক্রিকেট তো আছেই, আপনারা দেশের যেকোনো স্পোর্টস আয়োজনেই ওয়ালটনের সম্পৃক্ততা দেখতে পান। এটা আমাদের জন্য বড় পাওয়া। এজন্য আমরা গর্ববোধ করি।’
উল্লেখ্য, পাঁচদিন ব্যাপী ‘ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতায়’ ৬টি জেলার ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করেছে। ছয়টি দলকে নিয়ে খেলা অনুষ্ঠিত হচ্ছে লিগ পদ্ধতিতে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দল সরাসরি ফাইনাল খেলবে।
এএইচএস