বিপিএলে ফিরলেন চট্টগ্রামের ক্রিকেটার জিয়া

নামের ভারে কিছুটা পিছিয়ে থাকলেও বিপিএলে এখন পর্যন্ত দারুণ ফর্মে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজ এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে জয় তুলে নিয়েছে তিন ম্যাচে। উড়তে থাকা চট্টগ্রাম এবার পেল নতুন সুসংবাদ। টুর্নামেন্ট শুরুর আগেই আকস্মিকভাবে ছিটকে পড়া পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমান যোগ দিচ্ছেন দলের সঙ্গে।
সন্তানের অসুস্থতার কারণে বিপিএল থেকে সরে গিয়েছিলেন জিয়াউর রহমান। টুর্নামেন্টে ভাল শুরু পেলেও বোলিং অপশনে জিয়ার অভাব ঠিকই টের পেয়েছিল কর্ণফুলী পাড়ের দলটি। এবার অবশ্য সেই অপেক্ষা ফুরোচ্ছে। সন্তানের অবস্থা ঠিক হতেই চট্টগ্রাম শিবিরে যুক্ত হলেন জিয়া।
আরও পড়ুন
গতকাল গণমাধ্যমকে জিয়া বলেন, ‘আমার বাচ্চা হুট করে অসুস্থ হয়ে পড়েছিল। খুব খারাপ অবস্থা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় ও ভালো আছে। এখন ওষুধ চলছে ওর। ডাক্তার তিন মাসের একটা কোর্স দিয়েছে। ওটাই চলছে। ’
সন্তানের অসুস্থতার সময় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মানসিক সমর্থন দিয়েছে বলেও জানান জিয়া ‘মানুষের বিপদে যদি মানুষ না থাকে, তাহলে কিন্তু মানুষ বলা যাবে না। এটা কিন্তু স্বাভাবিক নিয়ম, আপনি বিপদে পড়েছেন আমি পাশে থাকবো। আসলে অনেক সময় (এমনটা) হয় না। কিন্তু আমার দল আমাকে মানসিকভাবে খুব সমর্থন দিয়েছে। ’
‘সবসময় আমার পাশে ছিল, আমার সঙ্গে যোগাযোগ করেছে; খোঁজ নিয়েছে। একজন সন্তানের বাবা হিসেবে আমি খুশি। তারা আমাকে কোনো চাপ দেয়নি। তারা বলেছে আপনি থাকেন, কোনো টেনশন নিয়েন না। আপনার কোনো সাহায্য লাগলে আমরা আছি।’
এসএইচ/জেএ