রোহিঙ্গাদের পাশে সাফ

ফুটবল শুধু মাঠের লড়াই নয়, সমাজের অন্যতম বিনোদনের অংশও। খেলাটির এমনই শক্তি যার মাধ্যমে সবাই নেমে আসেন একই কাতারে। ফুটবলের সেই বার্তা ছড়িয়ে দিতে কক্সবাজারে স্থানীয় ও রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের জন্য ৫০টি ফুটবল প্রদান করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।
মূল আয়োজনটি ছিল বেসরকারি ফ্রেন্ডশিপ এনজিওর। এদের মাধ্যমেই ফুটবলগুলো হস্তান্তর করেছে সাফ। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি হয়ে সেখানে উপস্থিত ছিলেন সাফের লিগাল ম্যানেজার ব্যারিস্টার তানজিম আহমেদ খান।
সাফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের সাধারণ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালকে উদ্ধৃত করেছে এভাবে , ‘সাফ মনে করে ফুটবল শুধু একটি খেলা নয় বিভিন্ন সমাজের মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য শক্তিশালী একটি হাতিয়ার। ফ্রেন্ডশিপ যেহেতু একটি বিশেষ গোষ্ঠীর শিশুদের স্বাস্থ্য, সুস্থতা ও জীবনধারা উন্নয়নে কাজ করছে; তাদের এই উদ্যোগে সাফ পাশে থাকতে পেরে ভীষণ আনন্দিত।’
কক্সবাজারে রোহিঙ্গাদের পাশে সাফের আগে ফিফা- এএফসিও সামাজিক নানা কর্মসূচি নিয়েছিল।
এজেড/এইচজেএস