হাই-ভোল্টেজ ম্যাচে কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে রংপুর

বিপিএলের হাই-ভোল্টেজ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দেড়টায়।
শক্তিমত্তা কিংবা নামে ভারে দুই দলই একে অপরকে টেক্কা দিচ্ছে। যদিও বিগ বাজেটের দল দুটি হার দিয়ে এবারের আসর শুরু করেছিল। প্রথম ম্যাচে হারের পর টানা দুই জয়ে ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা। তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
অন্যদিকে, কুমিল্লার মতো হেরে আসর শুরু করে রংপুরও। এখন পর্যন্ত দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে রাইডার্সরা। এবার তাদের সামনে ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ।
রংপুর রাইডার্স একাদশ
ব্রান্ডন কিং, বাবর আজম, নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, ফজলে মাহমুদ, শামিম হোসেন, মেহেদী হাসান ও হাসান মাহমুদ।
ব্রান্ডন কিং, বাবর আজম, নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, ফজলে মাহমুদ, শামিম হোসেন, মেহেদী হাসান ও হাসান মাহমুদ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহিদ হৃদয়, জাকির আলি, খুশদিল শাহ, তানভির ইসলাম, আমের জামাল, রায়মন রেইফার, আলিস ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
এফআই