যুব ক্রিকেটারদের ব্যাগে মদের বোতল, তদন্তের নির্দেশ

ভারতের গুজরাটে মদ বিক্রি এবং পান করা নিষিদ্ধ। সেই গুজরাটেই কি না নেওয়া হচ্ছিল মদ। চণ্ডীগড় বিমানবন্দরে ভারতীয় যুব ক্রিকেটারদের ব্যাগ থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে, দোষ প্রমাণিত হলে বড় শাস্তি হতে পারে ইয়াং ক্রিকেটারদের।
ঘটনাটি গত ২৫ জানুয়ারির। চণ্ডীগড়ে সিকে নাইডু ট্রফির ম্যাচ খেলে রাজকোট ফিরছিল সৌরাষ্ট্র অনূর্ধ্ব-২৩ দল। অ্যাওয়ে ম্যাচে জয়ের আনন্দে মাতোয়ারা ছিলেন যুবা ক্রিকেটাররা। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসসিএ) সূত্রে খবর, যে বিমানে দল ফিরছিল একই বিমানে যাত্রীদের ব্যাগ রাখার জায়গা থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার হয়েছে।
সেই ব্যাগগুলো অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের বলে বিমান সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। বিমান ছাড়ার আগেই অবশ্য চন্ডীগড় বিমানবন্দর কর্তৃপক্ষ মদের বোতলগুলো বাজেয়াপ্ত করে।
গুজরাটে মদ বিক্রি এবং পান করা নিষিদ্ধ। পর্যটকদের বিশেষ পারমিট দেওয়া হয়। তারা নির্দিষ্ট কিছু দোকান থেকে সেই পারমিট দেখিয়ে মদ কিনতে পারেন। অনূর্ধ্ব ২৩ ক্রিকেটারেরা কী উদ্দেশ্যে বিপুল পরিমাণ মদ নিয়ে বিমানে ওঠার চেষ্টা করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
এসসিএ এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, ‘চণ্ডীগড় বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের বিষয়টি জানিয়েছেন। এই ধরনের ঘটনা অসহনীয়। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার নৈতিকতা ও শৃঙ্খলারক্ষা কমিটি ঘটনার বিস্তারিত তদন্ত করবে। অপরাধ প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
এফআই