এএফসির চাপে বিপাকে আবাহনী

এএফসি কাপের প্লে অফ ম্যাচ নিয়ে যথেষ্ট বিপাকে পড়েছে ঢাকা আবাহনী। একটির পর একটি সমস্যা আসছেই। বাংলাদেশের লকডাউন বাড়ায় এএফসিকে আবাহনী চিঠি দিয়ে জানিয়েছিল ২৫ এপ্রিল ভারতে গিয়ে খেলা সম্ভব না। মালদ্বীপের ক্লাব ঈগলসের বিরুদ্ধে ঢাকা আবাহনীর ম্যাচটি কবে কখন হবে এই বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেয়নি এএফসি।
উল্টো ঢাকা আবাহনীকে ২৩ এপ্রিলের মধ্যে ম্যাচ আয়োজন নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা জানাতে বলেছে এএফসি। ঢাকা আবাহনীর সাথে এএফসির চিঠি চালাচালি হচ্ছে বাফুফের মাধ্যমে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘অন্য ম্যাচগুলো হয়ে যাচ্ছে। মুল পর্বও সামনে এসে পড়ছে৷ আবাহনীর ম্যাচটি আটকে আছে। ম্যাচের স্বাগতিক যেহেতু আবাহনী তাই আবাহনীকে ম্যাচ আয়োজনের পরিকল্পনা ও আনুষাঙ্গিক বিষয় জানাতে হবে।’
আজ ২০ এপ্রিল হাতে তিন দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে আবাহনীকে সর্বোত্তম বিকল্প বের করতে হবে। মালদ্বীপের ঈগলস, বাংলাদেশ সরকার সহ সংশ্লিষ্ট অনেকের সাথে আলোচনা করে এএফসিকে জানাবে আবাহনী।
আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু প্রাথমিকভাবে মে'র প্রথম সপ্তাহে মালদ্বীপে গিয়ে খেলার পক্ষে। বাংলাদেশে কাল থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চলার পাশাপাশি পাচটি দেশে নিয়মিত ফ্লাইট চলবে৷ এর মধ্যে পরিস্থিতির উন্নতি হলে ঢাকাতেও খেলার মৃদু আশা জেগে উঠতে পারে।
আবাহনীর প্রস্তাবনার প্রেক্ষিতে সিদ্ধান্ত দেবে এএফসি, ‘আবাহনীর প্রস্তাব পাওয়ার পর এএফসি বিবেচনা করবে। কোনো ফেডারেশন বা ক্লাবকে বোঝাতে হলে বা সরকারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত দেবে এএফসি’-বলেন বাফুফে সাধারণ সম্পাদক।
আবাহনীর ম্যাচটি ছিল ঢাকায় ১৪ এপ্রিল। লকডাউনের জন্য ২১ এপ্রিল নেপাল গিয়ে খেলার পরিকল্পনা হয়। ফ্লাইট বন্ধ থাকায় সেটি হয়নি। এরপর ২৫ এপ্রিল ভারতে গিয়ে খেলার প্রস্তাব দেয় এএফসি। লকডাউন বর্ধিত হওয়ায় সেটাও সম্ভব হচ্ছে না।
এজেড/এটি