বন্দুক ঠেকিয়ে সর্বস্ব লুট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের

অনেকটা সিনেমার মতো দৃশ্য। হঠাৎই কিছু অজ্ঞাত পরিচয়ের লোকজন ঘিরে ধরল। এরপর কোমর থেকে রিভলভার বের করে সঙ্গে যা কিছু আছে দিয়ে দিতে বলল। কিছু করার নেই ভেবে ভুক্তভোগী বিনা বাক্যব্যয়ে ফোন, ব্যাগসহ যাবতীয় যা কিছু ছিল তুলে দিলেন ছিনতাইকারীদের হাতে। ঠিক এমনটাই ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ফ্যাবিয়ান অ্যালেনের সঙ্গে।
এসএ টি-টোয়েন্টি লিগ খেলতে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। পার্ল রয়্যালের হয়ে নিয়মিত মাঠেও নামছেন ফ্যাবিয়ান। কিন্তু স্যান্ডটন সান হোটেলের বাইরে তার সঙ্গেই ঘটে গেল রোমহর্ষক ঘটনা। যদিও গণমাধ্যমের বরাতে জানা গেছে, ২৮ বছরের ফাবিয়ানের কোনো ক্ষতি হয়নি।
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 5, 2024
এসএ টি২০ আয়োজক এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফেও ঘটনার কথা স্বীকার করা হয়েছে। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেছেন,‘আমাদের টিমের হেড কোচ আন্দ্রে কোলি ওয়েস্ট ইন্ডিজ টিমের আর এক ক্রিকেটার ওবেদ ম্যাকয়ের (এসএ টি-টোয়েন্টিতে খেলছেন) মারফত যোগাযোগ করেছেন ফ্যাবিয়ানের সঙ্গে। জানা গিয়েছে, ফ্যাবিয়ান ঠিক আছে। পার্ল রয়্যাল টিমের সঙ্গেই রয়েছেন।’

তবে পার্ল রয়্যালস দল এমন কোনও ঘটনার কথা স্বীকার করেনি। এসএ টি২০ লিগের মুখপাত্র ঘটনার কথা স্বীকার করলেও জানিয়েছেন, ঘটনাস্থলে থাকা এক পুলিশ অফিসারের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। উল্লেখ্য, এর আগেও এক ক্রিকেটারের সঙ্গে এমন ঘটনা হয়েছিল। অ্যালেনের সঙ্গে হওয়ার ঘটনায় চাপ বাড়ছে আয়োজকদের ওপরে। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলা ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
গ্রুপ লিগে চমৎকার পারফর্ম করে প্লে-অফে উঠে গেছে পার্ল। বুধবার জোবার্গ সুপার কিংসের বিপক্ষে প্লে-অফের লড়াইয়ে নামবে দলটি। দুর্ঘটনার জের কাটিয়ে ফ্যাবিয়ান নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন। ক্যারিবিয়ান ক্রিকেটার সেরাটা দিতে চান। হোটেলের বাইরে ওই ঘটনা ঘটলেও তা নিয়ে পুলিশি তদন্ত হয়েছে কি না, হলে কেউ ধরা পড়েছে কি না সেটি অবশ্য জানা যায়নি।
এফআই