‘মুরুব্বি মানুষ, যা ইচ্ছা বলতে পারেন’, রকিবুল প্রসঙ্গে সালাউদ্দিন

বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান কোচদের নিয়ে বিষ্ফোরক এক মন্তব্য করেছেন। জানিয়েছেন বিপিএলের দলগুলোতে দেশি সব কোচরা ক্লাব ক্রিকেটে কোচিং করানোরও যোগ্য না। তার এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
গণমাধ্যমে তিনি বলেন, 'তিনি (রবিকুল হাসান) মুরুব্বি মানুষ। ওনার বয়সও হয়েছে। আমার মনে হয়, উল্টা-পাল্টা অনেক কিছু বলতে পারে। এটা হতেই পারে। এটা নিয়ে আমরা মাইন্ড করি নাই। অন্যান্য কোচদের সঙ্গে কথা বলেছি। আমরা এটা নিয়ে মন খারাপও করি নাই, কারণ উনি মুরুব্বি মানুষ, বলতেই পারেন।'
সালাউদ্দিন আরো বলেন, 'কিন্তু একটা লোকাল কোচ তাহলে কিভাবে বড় হবে? সে তো আন্ডার নাইন্টিনেরও হেড কোচ হতে পারবে না, এইচপির কিংবা বাংলা টাইগার্সেরও হেড কোচ হতে পারবে না। জাতীয় দলের হেড কোচও হতে পারবে না। সে কোথায় হেড কোচিং করাবেন? সারাজীবন কি আমরা সাপোর্টিং রোলে থাকব? আমাদের তো কখনও না কখনও স্টেপ আপ করতে হবে।'
সালাউদ্দিন অবশ্য এটাকে ভালো দিক হিসেবে নিচ্ছেন, 'আমি মনে করি, এটা আমাদের জন্য খুব ভালো অপরচুনিটি। আমাদের ছেলেদের নিজেদের গ্রো আপ করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতিটি ফ্রাঞ্চাইজিকে তারা দেশের কোচদের উপর বিশ্বাস রেখেছেন। সে যদি এই বছর খারাপ করেন, সামনের বছর নিশ্চয় ভালো করবেন। তাকে তো শিখতে হবে। আপনি যদি একেবারে এসেই জাতীয় দলের কোচ হয়ে যাবো, এমন আশা কইরেন না। সবার তো স্টেপ বাই স্টেপ এগোতে হবে। সো কে কি বললো বা না বলল, সেটি নিয়ে আমার মনে হয় মাথা না ঘামানো উচিত।'
'আমি প্রতিটা কোচকে বলব, তারা যেন নিজেদের ডেভলপ করে। আজ না হোক কাল তারা একটা ভালো অবস্থানে যাবে। বাংলাদেশের কোচরা একটা ভালো অবস্থানে গেলে আমি ব্যক্তিগতভাবে বেশি খুশি হব।'
এসএইচ/এইচজেএস