মিশ্রার ঘূর্ণিতে মুম্বাই থামল ১৩৭ রানে

কুইন্টন ডি কক ফিরে গিয়েছিলেন শুরুতেই। এরপর সুরইয়া কুমার ইয়াদব ও রোহিত শর্মা মিলে সেটা সামাল দিচ্ছিলেন ভালোভাবেই। তবে মাঝপথে অমিত মিশ্রার ঘূর্ণিতে কুপোকাত হলেন মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৩৮ রানের লক্ষ্য দিয়েছে তারা।
চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। দলীয় ৯ রানে ৪ বলে ২ রান করে সাজঘরে ফেরত যান কুইন্টন ডি কক।
এরপর মিলে জুটি গড়েন রোহিত ও ইয়াদব। দুজন মিলে ৫৮ রানের জুটি গড়েন তারা। ৪ চারে ১৫ বলে ২৪ রান করে ইয়াদব সাজঘরে ফেরত গেলে এই জুটি ভেঙে যায়। এরপর ৩ চার ও ছক্কায় ৩০ বলে ৪৪ রান করে আউট হয়ে যান রোহিত শর্মাও।
এরপরই শুরু হয় মিশ্রার ঘূর্ণি জাদু। ৭৬ থেকে ৮৪ এই ৮ রানের ব্যবধানে চার উইকেট হারায় মুম্বাই। ২৮ বলে ২৬ রান করে ইশান কিশাণ ও ২২ বলে ২৩ রান করা জয়দেব ইয়াদবের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানে থামে মুম্বাইয়ের ইনিংস। দিল্লির পক্ষে ৪ ওভারে ২৪ রান দিয়ে চার উইকেট নেন অমিত মিশ্রা।
এমএইচ