ফিফার চিঠির পর বাফুফের ক্রয় কমিটি

আর্থিক সংক্রান্ত বিষয়ে ফিফা থেকে বাফুফের চিঠি পাওয়া নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। ফিফা আর্থিক বিষয়ে কিছু পর্যবেক্ষণ দিলেও বাফুফে খোলাসা করে গণমাধ্যমকে জানায়নি। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান প্রথমে বাফুফের হিসাব বিভাগ নিয়ে কড়া বক্তব্য দিলেও পরে অবশ্য নমনীয় হয়ে যান।
ফিফার চিঠি পাওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যেই পারচেস বা ক্রয় কমিটি করেছে বাফুফে। বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ফুটবল সংগঠক আবদুর রহিমক প্রধান করে সাত সদস্যের কমিটি করা হয়েছে।
ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী ক্রয় কমিটি সম্পর্কে বলেন, ‘আমরা স্বচ্ছতার সাথে কাজ করি। আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য ফিফার পরামর্শ অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।’ বাফুফের গঠনতন্ত্র অনুযায়ী সাব কমিটি গঠন ও ভাঙার বিষয়টি নির্বাহী কমিটির ওপর। কিন্তু সম্প্রতি রেফারিজ কমিটি ভাঙা গড়ার মতোই ক্রয় কমিটি গঠন হয়েছে নির্বাহী কমিটির আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই।
এই কমিটি আগে গঠিত হলেও আজ (মঙ্গলবার) প্রকাশ করেছে বাফুফে। আজ এই কমিটি ছাড়াও মিডিয়া কমিটি পুর্নাঙ্গ তালিকা প্রকাশ করেছে তারা। সর্বোচ্চ ভোট পাওয়া বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরীকে আগেই কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। মোহামেডানের পরিচালক মঞ্জুকে ডেপুটি চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া আরো সাতজনকে সদস্য করা হয়েছে।
মিডিয়া কমিটি : জাকির হোসেন চৌধুরী (চেয়ারম্যান), মঞ্জুর আলম মঞ্জু (ডেপুটি চেয়ারম্যান), সদস্যবৃন্দ- মাসুদ রানা, রেজাউর রহমান সিনহা, রিয়াদ মাহমুদ, আ ন ম মাজহারুল ইসলাম, গাজী সারোয়ার হোসেন বাবু, জিল্লুর রহমান ও মাহমুদুল আহসান মুরাদ।
প্রকিউরমেন্ট কমিটি : আবদুর রহিম (চেয়ারম্যান), সদস্যবৃন্দ মাহি উদ্দিন আহমদ সেলিম, মোঃ ইলিয়াছ হোসেন, মহিদুর রহমান মিরাজ, মোহাম্মদ গাজী শফিকুর রহমান, কামরুল হাসান হিলটন,আসাদুজ্জামান মিঠু।
এজেড/এমএইচ