খেললেন সাগরিকা, উপহার পেয়েছে তার বাবা

কমলাপুর স্টেডিয়ামে চলমান অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফুটবল খেলছেন সাগরিকা। নেপাল ও ভারতের বিপক্ষে জয়ের মূল কারিগর সাগরিকা। তার বাবা ঠাকুরগাঁওয়ে বসে সেই খেলা দেখেছিলেন অন্যের টেলিভিশনে। সংবাদটা গণমাধ্যমে আসতেই তাকে টেলিভিশন উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশের সবচেয়ে বড় ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন।
আজ বৃহষ্পতিবার সকালে ঢাকায় সাগরিকার পরিবারকে দেওয়া হয় ওয়ালটনের ৩২ ইঞ্চি অ্যান্ড্রুয়েড টেলিভিশন। উপহারটি তাদের হাতে তুলে দেন ইকবাল বিন আনোয়ার ডনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। ওয়ালটনের কর্মকর্তা ডন বলেন, ' আমরা সংবাদ দেখার পরই টিভি প্রদানের উদ্যোগ গ্রহণ করি৷ তিনি ঠাকুরগাঁও থেকে আসতে কয়েকদিন সময় নেয়ায় বিলম্ব হয়েছে হস্তান্তরে।'
টেলিভিশন হাতে পেয়ে সাগরিকার বাবা লিটন আলী বলেন, 'আমি কল্পনাও করিনি ওয়ালটন এভাবে আমাদের ডেকে এনে টেলিভিশন উপহার দেবে। আমরা ওয়ালটনের কাছে কৃতজ্ঞ। আমি এখন মেয়ের খেলা এই টেলিভিশনে দেখতে পারবো।'
এজেড/এইচজেএস