এক স্পিনার কমিয়ে ভারতবধের পরিকল্পনা ইংল্যান্ডের

বলা হয়েছিল, ভারতকে আটকাতে প্রয়োজনে চার স্পিনার নিয়েও খেলতে রাজি ইংল্যান্ড। কিন্তু বিশাখাপত্তমে হারের পরেই সম্ভবত সেই ধারণা থেকে সরে এসেছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। রাজকোটে তৃতীয় টেস্টের আগে তাই ইংল্যান্ডের ঘোষিত দলে কমিয়ে আনা হয়েছে এক স্পিনার। একইসঙ্গে এই সিরিজে প্রথমবার দুই পেসার নিয়ে ভারতের বিপক্ষে নামতে যাচ্ছে সফরকারী। অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনের সঙ্গে যুক্ত হচ্ছে মার্ক উড।
টেস্ট শুরুর আগেরদিনে একাদশ ঘোষণা করা এখন ইংলিশদের রীতি হয়ে গিয়েছে। রাজকোট টেস্টের আগে ঘোষিত স্কোয়াডে দেখা গেল দুই পেসারকে। মার্ক উড সিরিজের প্রথম টেস্টে দলের একমাত্র পেসার ছিলেন। তৃতীয় টেস্টে তাকে জায়গা করে দিতে সরে গিয়েছেন শোয়েব বশির।
অথচ প্রথম টেস্টের আগে তাকে ভারতে আনতে কম পরিশ্রম করতে হয়নি টিম ম্যানেজমেন্টকে। দ্বিতীয় টেস্টে চার উইকেট পেলেও রাজকোটে তাকে একাদশে বিবেচনা করেনি টিম ইংল্যান্ড।

এদিকে ভিসা জটিলতায় থাকা রেহান আহমেদকে দেখা যাবে তৃতীয় টেস্টে। ভারতে সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে এসেছিলেন রেহান। কিন্তু দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড চলে যায় আবুধাবিতে তাদের নিজেদের ক্যাম্পে। সেখান থেকে ফেরার পথেই জটিলতায় পড়েন রেহান। যদিও দুই দিনের মধ্যে ভিসা সমস্যা সমাধানের কথা বলে তাকে ছাড় দেয়া হয়েছিল। তৃতীয় টেস্টের আগেই সেই জটিলতার অবসান হয়েছে। রেহান পেয়েছেন খেলার অনুমতি।
এদিকে সিরিজের এই ম্যাচ দিয়ে শততম টেস্ট খেলতে নামছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। স্বাভাবিকভাবেই এই মাইলফলক নিয়ে প্রশ্ন করা হয়েছিল তার কাছে। তবে স্টোকস জানিয়েছেন, ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করাই তার কাছে বড় ব্যাপার। তাই শততম টেস্ট খেলতে নেমে বাড়তি কোনও আবেগ দেখাতে রাজি নন, ‘প্রত্যেকটা টেস্টই গুরুত্বপূর্ণ। শুধু এটা নয়, পরের টেস্টও গুরুত্বপূর্ণ। যেটা আমার ১০১তম হতে চলেছে। আমার কাছে এটা একটা টেস্ট ম্যাচ ছাড়া আর কিছুই না।’
ইংল্যান্ড একাদশ
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড এবং জেমস অ্যান্ডারসন।
জেএ