সাকিবকে স্বস্তি দিলেন স্টয়নিস

বিশ্বকাপের পর থেকে সাকিব আল হাসানের সময়টা গিয়েছে অম্ল-মধুর। জাতীয় দলের সঙ্গে ছিলেন না নিউজিল্যান্ডের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে সিরিজে। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের দলেও নেই সাকিব আল হাসানের নাম। সাকিবের দীর্ঘ এই অনুপস্থিতি প্রভাব ফেলেছে তার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও। দীর্ঘ ৫ বছর পর ওয়ানডের সেরা অলরাউন্ডারের স্থানটা হারাতে হয়েছে তাকে।
বিশ্ব ক্রিকেটে সাকিব একটা সময় সেরা অলরাউন্ডার ছিলেন ৩ ফরম্যাটেই। তবে এখন টেস্টে তিনি তৃতীয়। টানা খেলার সুবাদে দুই ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন উঠে এসেছেন টেস্টের সেরা অলরাউন্ডারের তালিকায়। তবে টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডারের জায়গাটা ঠিকই নিজের দখলে রেখেছেন সাকিব। ২৫৬ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে সাকিবের নাম।
তবে সাকিবের এই স্থানটাও ছিল শঙ্কায়। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস উইন্ডিজ সিরিজের পর ৩ ধাপ ওপরে উঠেছেন। অলরাউন্ডারের তালিকায় আছেন দ্বিতীয় স্থানে। তার পয়েন্ট ২১৭। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই ব্যাটে বলে পারফর্ম করে বাংলাদেশি তারকাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল তার সামনে।

কিন্তু সাকিব ভক্তদের সাময়িক স্বস্তি দিল স্টয়নিসের ইনজুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে কোমরে কিছুটা টান অনুভব করেছেন স্টয়নিস। দ্বিতীয় ম্যাচ খেলেছিলেন সেই চোট নিয়েই। অ্যাডিলেডের মাঠে ম্যাক্সওয়েলকে তার দুর্দান্ত সেঞ্চুরির বেলায় সাহায্য করেছেন। এরপর বল হাতেও নিয়েছেন ৩ উইকেট। তাতেই মূলত র্যাঙ্কিংয়ে উন্নতি এই পেস বোলিং অলরাউন্ডারের।
তবে পার্থে তৃতীয় ম্যাচের জন্য বিমান ভ্রমণের পরেই আরও বেশি ব্যাথা অনুভব করেছেন স্টয়নিস। যার কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলা হয়নি তার। একইসঙ্গে ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেও। ওয়ানডে দলে নিজের জায়গা হারালেও টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো অজিদের অপরিহার্য তারকা মার্কাস স্টয়নিস।
টি-টোয়েন্ট দলে স্টয়নিস অবশ্য নিজের জায়গাটা বারবারই হারিয়েছেন ইনজুরির কারণে। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের সঙ্গে এই সিরিজটিই তাদের শেষ সিরিজ। মার্চ থেকে শুরু হবে আইপিএলের দুই মাসের ক্রিকেটযজ্ঞ। বিশ্বকাপের আগে পর্যন্ত সাকিবের টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডের জায়গাটাও তাই একপ্রকার নিশ্চিত।
জেএ