এবার হারে শুরু ফাহাদের

আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের জিএম নর্ম পাওয়ার লক্ষ্যে ঢাকায় চলছে ইন্টারন্যাশনাল চেস একাডেমি গ্র্যান্ডমাস্টার এসপিরেন্ট দাবা টুর্নামেন্ট। দুই দিন আগে সমাপ্ত প্রথম টুর্নামেন্ট থেকে সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার জগোদিস সিদ্ধার্থ একটি নর্ম অর্জন করেন। প্রথম টুর্নামেন্টে ব্যর্থতার পর আজ (বুধবার) শুরু হওয়া দ্বিতীয় টুর্নামেন্টও বাজেভাবে শুরুটা হয়েছে ফাহাদের।
আজ প্রথম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার জগোদিস সিদ্ধার্থের কাছে হেরে গেছেন। ভারতের ফিদে মাস্টার পানিসার বিদান্ত ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার সাতইয়াকি আজারি জোদির সঙ্গে, ভারতের গ্র্যান্ডমাস্টার শ্রীরাম জা স্বদেশি ক্যান্ডিডেট মাস্টার মায়াঙ্ক চক্রবর্তীর সঙ্গে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের সঙ্গে ও ভারতের ফিদে মাস্টার আরধ্য গর্গ শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিন্দু দিলশানের সঙ্গে ড্র করেছেন।
আন্তর্জাতিক মাস্টার থেকে গ্র্যান্ডমাস্টার হতে তিনটি নর্ম ও ২৫০০ রেটিং প্রয়োজন। ফাহাদ রহমান গত দেড় বছরে একটি জিএম নর্মের জন্য ইউরোপ ও মধ্যপ্রাচ্যে অনেক টুর্নামেন্টে খেলেছেন। বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পর উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ফাহাদের জন্য দেশে দু’টি টুর্নামেন্ট আয়োজন করেন। ইতোমধ্যে এক টুর্নামেন্টে ফাহাদ ব্যর্থ।
আজ শুরু হওয়া দ্বিতীয় টুর্নামেন্টের উদ্বোধনের সময় ছিলেন ভারতের গ্র্যান্ডমাস্টার দিবেন্দু বড়ুয়া। তিনি প্রথম টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। আগামীকাল ও পরশু কলকাতায় ফিরে যাবেন তিনি।
এজেড/এএইচএস