যার পরামর্শে বিপিএলে সফল মুশফিক

চলমান বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন মুশফিক হাসান। তরুণ এই পেসারের জন্য বড় সুযোগ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে খেলা। যদিও আসরের শুরুর দিকে এক ম্যাচ খেলে বাজে পারফরম্যান্সের কারনে বেশ কিছু দিন সাইদ বেঞ্চে বসে থাকতে হয়েছে এই পেসারকে।
তবে কুমিল্লার হয়ে সর্বশেষ দুই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন মুশফিক। গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে নিয়েছেন ২ উইকেট। এরপর সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে গেলে প্রথম ম্যাচটায় আমি একটু নার্ভাস ছিলাম। প্রথম ওভারেই ১৯ রান দিয়েছিলাম। এক ওভারে ১৯ রান দিয়ে পরে ১০টা ম্যাচ আমি বাইরে বসেছিলাম। আমার নিজের জন্য খারাপ লাগছিল। আমার কাছে মনে হয়েছে যে, আমি প্রথম ম্যাচে ব্যর্থ হয়ে খারাপ হয়নি, আমি অনেক কিছু শিখতে পেরেছি।'
বাদ পড়ার পর অবশ্য কোচ সালাউদ্দিনের পরামর্শে আবার ফেরা মুশফিকের, 'আমি সালাউদ্দিন স্যারের সাথে ভালোভাবে কাজ করেছি। ডে বাই ডে উনার সাথে সামনাসামনি কথা বলেছি। কীভাবে আমি আবার নতুন করে শুরু করব। কীভাবে আমি বিপিএলে জ্বলে উঠব। স্যার আমাকে রুমে ডেকে অনেক কথা বলেছেন আমার সাথে। (উন্নতিটা) দেখতে পারছেন এখন, আলহামদুলিল্লাহ।’
গতকাল শেষ ওভারে বরিশালের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। সেখানে বল হাতে ছিলেন মুশফিক। এ নিয়ে তিনি বলেন, 'আমি আত্মবিশ্বাসী ছিলাম আমরা জিতব। আমি মনে করছিলাম যে, ভালো বল হচ্ছিল। আমি শেষ ৩ ওভারে যেই লেন্থে বল করছিলাম যদি সেই লেন্থটায় বল করতে পারতাম তাহলে আমরা জিতে যেতাম।’
এসএইচ/এইচজেএস