পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারের কীর্তি, জুরেলের লড়াই

ভারত সফরের আগমুহূর্তে ভিসা জটিলতায় পড়েছিলেন ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত স্পিনার শোয়েব বশির। এ নিয়ে কম জলঘোলা হয়নি। অবশ্য পরে যতক্ষণে ভিসা হাতে পেলেন, ততক্ষণে প্রথম টেস্টে আর খেলা হয়নি। বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ছিল ইংল্যান্ডের হয়ে বশিরের অভিষেক টেস্ট ম্যাচ। অভিষেকটা তেমন রাঙিয়েছেন বলা যায় না। দুই ইনিংস মিলিয়ে উইকেট নিয়েছিলেন মোটে ৪টি। রান বিলিয়েছেন দেদারসে।
অনেকটা স্বাভাবিকভাবেই পরের টেস্টে আর সুযোগ পাননি। এক টেস্ট বিরতির পর রাঁচিতে চলমান টেস্টে আবারও সুযোগ পেলেন। এবার আস্থার প্রতিদান দিলেন দারুণভাবে। শোয়েব বশিরের তোপে রাঁচিতে রীতিমতো ধুঁকছিল স্বাগতিকরা।
প্রথম ইনিংসে জো রুটের সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ড থেমেছিল ৩৫৩ রানে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল ভারত। ১৭৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। একের পর এক আঘাত হানেন শোয়েব বশির। শেষ পর্যন্ত এক ইনিংসে পাঁচ উইকেটের মাইলফলকও স্পর্শ করলেন তরুণ এই স্পিনার।
তার আগুনে বোলিংয়ের দিনে স্বাগতিকদের হয়ে ইনিংস টানলেন ধ্রুব জুরেল এবং কুলদীপ যাদব। অষ্টম উইকেটে তাদের ৭৬ রানের লড়াকু জুটিতে ব্যবধানটা কমিয়েছে ভারত। আজ তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতির আগমুহূর্তে রোহিতদের ইনিংস থেমেছে ৩০৭ রানে। সফরকারীরা এগিয়ে থাকলেন ৪৬ রানে।
ইংল্যান্ডের হয়ে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে পাঁচ উইকেটের কীর্তি রেহান আহমেদের। ১৮ বছর বয়সে করাচিতে পাকিস্তানের বিপক্ষে এমন কীর্তি গড়েন তিনি। এবার ২০ বছর বয়সে ফাইফার পেলেন শোয়েব বশির। বশিরের আগে ইংলিশদের হয়ে ২০ বছর বয়সে পাঁচ উইকেটের কীর্তি আছে জেমস অ্যান্ডারসন ও ভিল ভকের।
২১৯ রানে ৭ উইকেট নিয়ে আজ দিন শুরু করেছিল ভারত। দলের বিপদের মুহূর্তে অনবদ্য ব্যাটিংয়ে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ফিফটি পেলেন জুরেল। রাজকোটে অল্পের জন্য অর্ধশতরান মিস করেছিলেন। এবার হাতছাড়া করলেন শতরান। টম হার্টলির শিকার হওয়ার আগে ১৪৯ বলে ৯০ রান করেছেন। ভারতের রান তিনশো পেরোনোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কুলদীপ যাদবেরও। ১৩১ বলে ২৮ রান করেছেন।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে সফলতম শোয়েব বশির। পাক বংশোদ্ভূত এই স্পিনার ১১৯ রান খরচ করে ৫ উইকেট নিলেন। টেস্ট ক্রিকেটে এই প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেন বশির। ৬৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের আর এক স্পিনার হার্টলি। ৪৮ রানে ২ উইকেট অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনের।
এফআই