‘এই রানে দশ বারের মধ্যে নয়বার জিতবেন’

গুরুত্বপূর্ণ এলিমিনিটর ম্যাচেই কিনা দাঁড়াতে পারল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাটিং ইউনিটের শক্তিতেই বিপিএলের শেষ চারে উঠে এসেছিল বন্দরনগরীর দলটি। সেই দলটিই কিনা এলিমিনেটরের গুরুত্বপূর্ণ ম্যাচে আটকেছে ১৫০ এর নিচে। সহজ এক ম্যাচে তাদের হারিয়েছে ফরচুন বরিশাল।
এই হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে চট্টগ্রাম দল। আর টিকে থাকল বরিশাল। এমন জয়ের পর বরিশালের ইংলিশ ক্রিকেটার জেমস ফুলার জানালেন টস জয়ই ছিল পুরো ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে কৃতিত্ব দিলেন নিজেদের বোলিং ইউনিটকে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফুলার বলেন, ‘আসলে ম্যাচে টসটা বেশ গুরুত্বপূর্ণ। আগের দিন আগে ব্যাটিং করাটা কঠিন মনে হয়েছিল। আজকের ম্যাচে আগের ম্যাচের চেয়ে ভালো উইকেট ছিল। কিছুটা বেশি শক্ত ছিল। ব্যাটারদের কিছু সুযোগ হাতছাড়া করতে দেখেছেন হয়ত। আমরা তাদের পার স্কোরের চেয়ে নিচে আটকে রাখতে সক্ষম হয়েছি। যদিও আমরা মিস ফিল্ডিং করেছি এবং ক্যাচও ছেড়েছি।'

চট্টগ্রাম সংগ্রহ করেছিল ১৩৫ রান। যা ফুলার বলছেন ক্রিজে থাকলে এই রান নয়বারের দশবার জেতা সম্ভব, 'তবে অবশ্যই ২০-৩০ রান কমে তাদের আটকে রাখতে পেরেছি আমরা। এরপর আমাদের ব্যাটিংয়ের সময় পাওয়ারপ্লেতে উইকেট না হারানোর বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। পাওয়ারপ্লেটা কাটিয়ে দেওয়ার লক্ষ্য ছিল আমাদের। এখানে ২০ ওভার ব্যাট করতে পারলে এই রানে ১০ বারের মধ্যে ৯ বারই আপনি জিতবেন।’
এর আগে লঙ্কান লিগ এলপিএলে খেলার কারণে বিপিএলে মানিয়ে নিতে সুবিধা হয়েছে ফুলারের। সেই কথাও স্বীকার করলেন অবলীলায়, ‘হ্যাঁ অবশ্যই। এখানের কন্ডিশন শ্রীলঙ্কার মতই অনেকটা। জাফনায় আরেকটু গরম ছিল মনে হয়। বিদেশি ক্রিকেটার হিসেবে অনেক প্রত্যাশা থাকে, ড্রেসিংরুমে মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। খেলার মাধ্যমেই এই বিষয়গুলোর জন্য আপনি প্রস্তুত হয়ে উঠবেন।’
এসএইচ/জেএ