কত রানে ইনিংস ঘোষণা করবে বাংলাদেশ, জানালেন কোচ

পাঁচ দিনের টেস্টের দুদিন শেষ হয়েছে। তবে এখনো ইনিংস ঘোষণা করেনি বাংলাদেশ দল। দ্বিতীয় দিনের খেলা শেষে হেড কোচ রাসেল ডমিঙ্গো যে তথ্য জানালেন, তাতে তৃতীয় দিনেও ব্যাটিংয়ে নামবেন মুশফিকুর রহিম, লিটন দাসরা। ৪৭৪ রানে তৃতীয় দিন শুরু করতে যাওয়া টাইগারদের প্রথম ইনিংসে লক্ষ্য থাকবে স্কোর বোর্ডে ৫২০ রান তোলার।
ক্যান্ডি টেস্টের প্রথম দিনে পুরো ৯০ ওভার খেলা হয়েছে। সেদিন ২ উইকেট হারিয়ে ৩০২ রান সংগ্রহ করে সফরকারী বাংলাদেশ দল। দ্বিতীয় দিনে নির্দিষ্ট সময়ে খেলা শুরু হলেও বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে খেলা হয়েছে মাত্র ৬৫ ওভার। মানে ২৫ ওভার বাকি রেখেই দিনের খেলা শেষ হয়।
দ্বিতীয় দিনের খেলা শেষে ভার্চুয়াল প্রেস কনফাররেন্সে এসে ডমিঙ্গো বলেন, ‘পরবর্তী তিন দিনে আমরা কিছু কিছু (ওভার) করে ক্ষতি হওয়া ওভারগুলো সামঞ্জস্য করে নেব। আমার মনে হয় না আর বেশি ওভার নষ্ট হতে পারে। আমরা এটা নিয়ে রাতে আলোচনা করব কিন্তু আমাদের দ্রুত আরও কিছু রান লাগবে আগামীকাল সকালে। যদি আমরা স্কোর বোর্ডে ৫২০ রান তুলতে পারি, সেটি আমাদেরকে অনেক বেশি এগিয়ে রাখবে এবং তাদের (শ্রীলঙ্কাকে) খুব চাপে রাখবে।’
দ্বিতীয় দিনের খেলা শেষে ৪৩ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম, লিটন আছেন ২৫ রান নিয়ে। এদিকে দেশের মাটিতে স্বাগতিক শ্রীলঙ্কার ব্যাটিং বিভাগও বেশ সমৃদ্ধ। তবে সেদিকে নজর দিতে চান না ডমিঙ্গো। জানালেন, টাইগার বোলিং বিভাগের বৈচিত্র্যর কারণে খুব বেশি সুবিধা করতে পারবেন না লঙ্কান ব্যাটসম্যানরা।
ডমিঙ্গো জানান, ‘শ্রীলঙ্কার বেশকিছু কোয়ালিটি খেলোয়াড় আছে। তবে দিনশেষে, আমদেরও ভালো আক্রমণভাগ (বোলিং) রয়েছে। আমাদের আলাদা তিনজন পেসার, একজন বাঁহাতি স্পিনার এবং একজন অফস্পিনার আছে। বোলিং বিভাগে আমাদের বৈচিত্র্য আছে। আমি আগামীকাল ছেলেদের মাঠের লড়াই দেখতে মুখিয়ে থাকব।’
টিআইএস/এমএইচ