শিরোপা হারিয়ে যা বললেন কুমিল্লার কোচ

বিপিএলে টানা তৃতীয় শিরোপা জয়ের সুযোগ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে। তবে কুমিল্লাকে সেই সুযোগ দেয়নি ফরচুন বরিশাল। গতকাল শুক্রবার (১ মার্চ) ফাইনালে তামিম ইকবালের বরিশালের কাছে হারের ফলে পঞ্চমবারের মতো শিরোপা জিততে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিনের শিষ্যরা।
হারের পর অবশ্য কারণ ব্যাখ্যা করেছেন কুমিল্লার কোচ সালাউদ্দিন। তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘আমাদের বিদেশিরা হয়ত সেভাবে পারফর্ম করতে পারেনি, যেমনটা আমরা প্রত্যাশা করেছিলাম সবসময় যা হয়। তবে এমন হতেই পারে। এই টুর্নামেন্ট থেকে আমরা অনেক কিছু শিখতেও পারব। আমাদের সঠিক জায়গায় যথাযথ ক্রিকেটার ভালো খেললে হয়তো আরও ভালো ফল পেতাম। ’
এছাড়া পাওয়ার প্লেতেও দল ভালো করতে পারেনি বলে জানিয়েছেন কোচ সালাউদ্দিন। তিনি বলেছেন,‘দুইটা পাওয়ার প্লেতে আমরা ভালো খেলিনি। সেখান থেকে আমরা আর ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পারিনি। ফাইনাল ম্যাচে তো আপনাকে ম্যাচটা নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিপক্ষকে আমরা যে চাপে রাখব, সেটা করতে পারিনি। আমরা নিজেরাই হয়তো পুরো ম্যাচে চাপে ছিলাম। সেখান থেকে আমরা বের হতে পারিনি। পাওয়ার প্লে দুইটায় ভালো না খেলায়ই আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি। ’
শিরোপা হারলেও খুশি সালাউদ্দিন কারণ এবারের আসরে স্থানীয় খেলোয়াড়রা বেশ ভালো পারফরমেন্স করেছে। তিনি বলেছেন, ‘আমি মনে করি যে, এই বছর আমি আরও বেশি খুশি। বিশেষ করে স্থানীয় ক্রিকেটারদের জন্য। কারণ পুরো টুর্নামেন্টেই স্থানীয় ছেলেরা আমাকে অনেক সাহায্য করেছে। তাদের পারফরম্যান্স অনেক ভালো ছিল। আমাদের অন্যবারের তুলনায় (দেশিরা) এবার অনেক ভালো পারফরম্যান্স করেছে। যেটা আমাদের জন্য ইতিবাচক দিক। ’
‘আমার দেশি ক্রিকেটারদের ওপর আমি খুবই খুশি। তাদের পারফরম্যান্স, আগ্রাসন, জেতার মন-মানসিকতা যেটা ছিল, সেটার জন্য আমি মনে করি যে ঠিক আছে। এখান থেকে এই ইতিবাচক জিনিসটা নেওয়া যায়। ’ যোগ করেন সালাউদ্দিন।
এসএইচ/এমটিআই