টুর্নামেন্ট সেরা নিয়ে ‘বিতর্ক’!

ঘরোয়া হকির মৌসুম শুরুর টুর্নামেন্ট ক্লাব কাপ। ছয় দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেরিনার ইয়াংস। টুর্নামেন্ট সেরা হয়েছেন আবাহনীর আশরাফুল ইসলাম। তিনি চার ম্যাচে তিন গোল করেছেন।
আশরাফুল ইসলাম এবার মোহামেডান থেকে আবাহনীতে এসেছেন। এই মৌসুমে দেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড়। হকির টার্ফে আশরাফুলের পারফরম্যান্স খুব চোখে পড়েনি এই টুর্নামেন্টে হকি সংশ্লিষ্টদের। বিশেষ করে আজ ফাইনালে মেরিনার্স তাকে বোতলবন্দী করেই রেখেছে। তাই আজ পুরস্কার প্রদান মঞ্চে আশরাফুলের নাম সেরা হিসেবে ঘোষণার পর মওলানা ভাসানী স্টেডিয়ামের হকি টার্ফে শোনা যায় মিশ্র প্রতিক্রিয়া।
মেরিনার ইয়াংসের একাধিক কর্মকতা , কোচের দৃষ্টিতে সেরা খেলোয়াড় নির্বাচন সঠিক হয়নি। তাদের মতে, পারফরম্যান্সের বিচারে ভারতীয় প্রদীপ মোরই এই পুরস্কারের দাবিদার। লিগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না সেরা খেলোয়াড় পুরস্কার প্রদানের প্রক্রিয়া সম্পর্কে বলেন,‘ এই টুর্নামেন্ট পরিচালনাকারী আম্পায়াররাই সেরা খেলোয়াড়ের তালিকা তৈরি করেছে।’
আম্পায়ারদের তালিকায় ভারতীয় প্রদীপ মোরের নামও ছিল। ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ চেয়েছেন দেশি খেলোয়াড়দের কাউকে এই পুরস্কার প্রদান করতে,‘ আমাদের দেশি খেলোয়াড়দের মধ্যে একজন এই স্বীকৃতি পেলে তার ক্যারিয়ারের জন্য বড় প্রাপ্তি হবে। তাই বিদেশির বদলে দেশি কাউকে প্রদানের ব্যাপারে আমরা মত দিয়েছি। ’
দেশি খেলোয়াড়দের মধ্যে মেরিনার্সের মইনুল ইসলাম কৌশিক ছয় গোল করেছেন সর্বোচ্চ। সোহানুর রহমান সবুজও করেছেন পাঁচ গোল। এই দুই জনের পারফরম্যান্স আশরাফুলের চেয়ে ভালো ছিল বলে মত হকি সংশ্লিষ্ট অনেকের। তাই হকি অঙ্গনের গুঞ্জন, মেরিনার্স চ্যাম্পিয়ন হওয়ায় টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের স্বীকৃতি আবাহনীর একজনকে দেয়া হয়েছে।
আরও পড়ুন
আশরাফুল ইসলাম দেশের অন্যতম সেরা খেলোয়াড়। টুর্নামেন্ট সেরার স্বীকৃতি পাওয়ার পর তার প্রতিক্রিয়া, ‘আসলে আমরা যে পারফরম্যান্স করেছি, এর চেয়ে আরো ভালো পারফরম্যান্স করার সামর্থ্য রয়েছে। আশা করি লিগে আরো সেরাটা উপহার দিতে পারব।’ টুর্নামেন্ট সেরা নিয়ে উঠা প্রশ্ন খানিকটা বিব্রত হয়ে বলেন, ‘আসলে এখানে আমার কোনো মন্তব্য নেই। যারা দিয়েছেন তারাই ভালো বলতে পারেন। ’
হকি ফেডারেশনের পেশাদারিত্বের ঘাটতি চোখে পড়েছে আজ পুরস্কার প্রদান মঞ্চেও। চ্যাম্পিয়ন, রানার্স আপের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কার দেয়া হয় দু’টি। ম্যান অফ দ্য ফাইনাল মেরিনার্সের ফজলে হোসেন রাব্বি ও টুর্নামেন্ট সেরা আশরাফুল ইসলাম। পুরস্কার প্রদান মঞ্চে আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ঘোষণা হয়নি। পরবর্তীতে অবশ্য লিগ কমিটির সম্পাদক জানিয়েছেন, ‘কৌশিকের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার আমরা পাঠিয়ে দেব। ’
কাগজে-কলমে আবাহনী মৌসুমের সেরা দল। সেই দলকে পেছনে ফেলে মেরিনার্স চ্যাম্পিয়ন হয়েছে। নেপথ্যের কারণ সম্পর্কে মেরিনার্সের কোচ মামুনুর রশীদ বলেন, ‘আবাহনীর ফিটনেসের ঘাটতি ছিল। তাদের ট্যাকটিক্যাল দুর্বলতা কাজে লাগিয়ে আমরা ম্যাচ বের করেছি।’ প্রতিপক্ষ কোচের মন্তব্য অনেকটাই সম্মত আবাহনীর কোচ হেদায়েতুল ইসলাম রাজীব, ‘আমাদের মিডফিল্ডে দুই জন খেলোয়াড়ের ইনজুরি ছিল। আমরা এমনি ভালো খেললেও ফিনিশিং দুর্বলতার জন্য হেরেছি। ’
৮ মার্চ থেকে শুরু হচ্ছে লিগ। সোনালী ব্যাংক শেষ পর্যন্ত লিগে অংশগ্রহণ করছে না। ১১ দল নিয়ে আসন্ন লিগ। উষা ক্রীড়া চক্র প্রথম বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে প্রিমিয়ারে আসায় তাদেরকে সর্বশেষ দল হিসেবে গণ্য করেই ফিক্সচার প্রকাশ করেছে লিগ কমিটি।
এজেড/জেএ