পাল্টাপাল্টি চিঠিতে উত্তপ্ত হকি

মাঠের চেয়ে মাঠের বাইরের বিষয় নিয়ে হকি আলোচনায় থাকে বেশি। ক্লাব কাপ শেষে হকি লিগ শুরুর সময় নিয়ে ঘরোয়া হকির পরাশক্তিরা দ্বিধা-বিভক্ত। উষা ক্রীড়া চক্র ও ঢাকা আবাহনী ৮ মার্চের পরিবর্তে ৬ মার্চ লিগ শুরুর আবেদন জানিয়েছে ফেডারেশনের কাছে। অন্য দিকে মেরিনার ইয়াংস ৮ মার্চই খেলা শুরুর দাবি জানিয়েছে।
আজ উষা ক্রীড়া চক্র ফেডারেশনকে কড়া চিঠি দিয়েছে। ৮ মার্চের পরিবর্তে ৬ মার্চ লিগ শুরু না করলে তারা অংশগ্রহণ করবে না। দুই দিন পরে লিগ শুরু করার পেছনে ঢাকা মেরিনার ইয়াংসকে বাড়তি সুবিধা প্রদানের কথা উল্লেখ করেছে উষা ক্রীড়া চক্র।
উষা চিঠি প্রদানের কয়েক ঘন্টা পর মেরিনার ইয়াংস ফেডারেশনের সাধারণ সম্পাদক বরাবর পাল্টা চিঠি দিয়েছে। ক্লাবের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা স্বাক্ষরিত চিঠিতে স্পষ্ট লিখেছে ৮ মার্চের পরিবর্তে লিগ ৬ মার্চ এগিয়ে আনা হলে তাদের পক্ষে অংশগ্রহণ সম্ভব নয়। লিগ কমিটির সবার মতামত ও গতকাল ফিকশ্চার চূড়ান্ত হওয়ার পরই তারা খেলোয়াড়দের ছুটি দিয়েছে।
উষার চিঠিতে মেরিনার্স ছিল কাঠগড়ায়। মেরিনার্সের চিঠিতে উষার চিঠির কড়া সমালোচনা করা হয়েছে। মেরিনার্স উষার আনীত অভিযোগকে মিথ্যা অপবাদ আখ্যায়িত করে ফেডারেশনকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে। মেরিনার্স মনে করে, তাদের সাফল্যে একটি কুচক্রী মহল এমনটি করছে।
দেশের অন্যতম জনপ্রিয় ও শীর্ষ ক্লাব ঢাকা আবাহনী রাতের দিকে লিগ সংক্রান্ত বিষয়ে চিঠি দিয়েছে। সেই চিঠিতে আবাহনী ৮ মার্চের পরিবর্তে ৬ মার্চ লিগ শুরুর জোর দাবি জানিয়েছে। উষা তাদের চিঠিতে ৬ মার্চ লিগ শুরু না হলে অংশগ্রহণ না করার বিষয়টি সরাসরি উল্লেখ করলেও আবাহনী একটু কৌশলী ভাষা ব্যবহার করেছে। ৬ মার্চ লিগ শুরু না হলে আবাহনী কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে চিঠিতে জানিয়েছে।
লিগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না বড় তিন ক্লাবের ভিন্ন ভিন্ন দাবিতে খানিকটা চাপে। ক্লাবগুলোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, 'উষা ও আবাহনীর ভাষ্য অনেকটা একই রকম। মেরিনার্সের দাবি ভিন্ন। এই পরিস্থিতিতে আমার একার পক্ষে কোনো মতামত প্রদান করা সম্ভব নয়। সেক্রেটারি ও ফেডারেশন পদক্ষেপ গ্রহণ করবে।’
ঘরোয়া হকির চার পরাশক্তির মধ্যে তিন দলই চিঠি দিয়েছে। শুধু বাকি রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিভিন্ন সূত্রের খবর, মোহামেডানও ৬ মার্চ লিগ শুরুর ব্যাপারে ফেডারেশনে চিঠি দেয়ার সম্ভাবনা রয়েছে।
হকিতে ক্লাব-ফেডারেশন দ্বন্দ্ব নতুন কিছু নয়। বিস্ময়করভাবে হকি ফেডারেশনের নির্বাচনে আবাহনী-মোহামেডান-মেরিনার্স ও উষা সাধারণ সম্পাদক পদে মমিনুল হক সাঈদকে সমর্থন দিয়েছিলেন। নির্বাচনের সেই ঐক্য ধীরে ধীরে ফাটলের চিত্র দেখা যাচ্ছে। এর প্রমাণ এই চিঠিসমূহ।
এজেড/এইচজেএস