আনসারকে চ্যাম্পিয়ন করেই মালদ্বীপ যাচ্ছেন আমজাদ

বাংলাদেশ হ্যান্ডবল দলের সাবেক খেলোয়াড় আমজাদ হোসেন মালদ্বীপ হ্যান্ডবলের ডেভলপমেন্ট প্রজেক্ট ডিরেক্টর। কিছুদিন আগে ছুটিতে এসেছিলেন জাতীয় চ্যাম্পিয়নশীপে কোচিং করানোর জন্য। চ্যাম্পিয়নশীপ খানিকটা পিছিয়ে মার্চের প্রথম সপ্তাহে হওয়ায় আমজাদের আনসারের হয়ে কোচিং করানোটা অনিশ্চয়তা ছিল। মালদ্বীপ হ্যান্ডবল ফেডারেশন অনুরোধ করে ছুটি আরও এক সপ্তাহ বাড়িয়েছেন।
৩৪ তম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে। দলকে শিরোপা জিতিয়ে পরশু দিন মালদ্বীপ যাচ্ছেন আমজাদ। তাই ট্রফি হাতে বেশ খুশি এই কোচ, ' আনসারের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। বাৎসরিক ছুটি জাতীয় চ্যাম্পিয়নশীপ উপলক্ষ্যে নিয়েছিলাম। সময়সূচি পরিবর্তন হওয়ায় খানিকটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম। শেষ পর্যন্ত কোচিং করাতে পেরেছি এবং চ্যাম্পিয়ন করে মালদ্বীপ যাব। খুব ভালো লাগছে।'
জাতীয় পুরুষ হ্যান্ডবলে ৩০ বারের চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার। এ নিয়ে পুরুষ হ্যান্ডবলে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো আনসার। দারুন উত্তেজনা ছড়িয়েছে ফাইনাল ম্যাচ। প্রথমার্ধে হাঁড্ডাহাড্ডি লড়াই হয়েছে আনসার ও বিজিবির মাঝে। ১৭-১৬ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বিজিবি। তবে বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে দারুন ভাবে ঘুরে দাঁড়ায় আনসার। একটা সময় দু দল সমান সমান থাকলেও আনসার এগিয়ে যায়। শেষ দিকে বিজিবি আর ফিরে আসতে পারেনি। ২০২০ ও ২০২২ সালের পর জাতীয় পুরুষ হ্যান্ডবলে আবারও চ্যাম্পিয়ন হলো আনসার।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন আনসারের রবিউল। খেলা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন। সভাপতিত্ব করেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ.কে. এম নুরুল ফজল বুলবুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, মালদ্বীপ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি আহমেদ মুজতবা, ফেডারেশনের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
এজেড/