আশরাফুল ৫, আবাহনী ১০

দেশীয় হকির শীর্ষ স্তর প্রিমিয়ার বিভাগ লিগ। সেই লিগের প্রথম দিনেই বড় একটি একপেশে ম্যাচ হয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনী ১০-১ গোলে হারিয়েছে দিলকুশাকে।
দিলকুশা স্পোর্টিং ক্লাব কাপ টুর্নামেন্টে অংশ নেয়নি। প্রিমিয়ার লিগে শুরুটা মোটেও ভালো হয়নি মতিঝিলের ক্লাবটির। শিরোপা প্রত্যাশী আবাহনীর বিপক্ষে দাঁড়াতেই পারেনি তারা। আবাহনী দিলকুশাকে ১০ গোল দেওয়ার বিপরীতে এক গোল শোধ করেন দিলকুশার সাগর।

এবারের হকি লিগে দেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী পেয়েছেন ডিফেন্ডার আশরাফুল ইসলাম। মোহামেডান থেকে আবাহনীতে আসা আশরাফুল ইসলাম লিগের শুরুটা করেছেন হ্যাটট্রিকসহ ৫ গোল করে। সদ্য সমাপ্ত ক্লাব কাপ টুর্নামেন্টে তিনি সেরা খেলোয়াড় হয়েছিলেন। যদিও এ নিয়ে খানিকটা বিতর্ক রয়েছে।
আজ আশরাফুলের পাঁচ গোলের পাশাপাশি জোড়া গোল করেছেন পুস্কর খীসা মিমো। ওবায়দুল হোসেন জয়, মোহাম্মদ আব্দুল্লাহ এবং আমান শরীফ অভয় একটি করে গোল করেছেন।
এজেড/এএইচএস