রোজায় অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জাহানারার

একে তো রমজান মাস, তার ওপর করোনাভাইরাস মহামারির কারণে দেশজুড়ে চলছে লকডাউন। অনেকের উপার্জন বন্ধ থাকায় জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ছে। দ্রব্যমূল্যের চড়া দামের সঙ্গে পেরে উঠেছেন না সাধারণ মানুষ। এমন অবস্থায় অসহায় ও ভুক্তভোগীদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানালেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার জাহানারা আলম।
ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘করোনাকালীন সময়ে অনেকেই বিপাকে পড়েছেন। জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে পড়ছে। আমরা যারা বৃত্তবান আছি, তারা এগিয়ে আসলে অনেকের মুখেই হাসি ফুটবে।’
শুধু আহ্বান জানিয়েই ক্ষান্ত নন জানহানা। নিজের সাধ্যমতো মানবিক সেবায় কাজ করে যাচ্ছেন তিনি। তবে এসব নিয়ে প্রচারে বা আলোচনায় আসতে চান না এই অলরাউন্ডার। আজও (শুক্রবার) রাজধানীর নিজ এলাকার একটি এতিমখানায় ইফতারের ব্যবস্থা করেন তিনি। তবে কতজনের জন্য আয়োজন, সেটি সামনে আনতে চান না।
জাহানারা বলেন, ‘আজ একটি এতিমখানায় ইফতারের ব্যবস্থা করেছি। আমি শুধু এটুকুই জানাতে চাই, যাতে একজনকে হলেও অনুপ্রাণিত করতি পারি। কেউ অনুপ্রাণিত হয়ে এগিয়ে এলে অসহায় মানুষগুলোর কিছুটা হলেও সাহায্য হবে।’
টিআইএস