২৯ রান পিছিয়ে দিন শেষ শ্রীলঙ্কার
আলোর স্বল্পতা শেষ বিকেলে মাঠেই নামতে দিল না। অথচ চতুর্থ দিনের খেলা বাকি ছিল ২২ ওভার। ক্যান্ডি টেস্টে শনিবার দাপট ছিল শ্রীলঙ্কারই। দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভার ৩২২ রানের অবিচ্ছিন্ন জুটি চাপে রেখেছে বাংলাদেশকে। তবে টাইগারদের সঙ্গে ব্যবধান ২৯ রানের। করুণারত্নে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ধনঞ্জয়া দ্বিতীয়বারের মতো পেয়েছেন দেড়শ রানের দেখা। দিনটা হতাশার ছিল মুমিনুলদের।
স্কোর : শ্রীলঙ্কা ১৪৯ ওভারে ৫১২/৩ (করুণারত্নে ২৩৪*, ধনঞ্জয়া ১৫৪*); বাংলাদেশ: প্রথম ইনিংস ৫৪১/৭ ডিক্লে.