৪৮ নটআউট, শুভেচ্ছা বৃষ্টিতে ক্রিকেট কিংবদন্তি

কেউ তাকে বলেন ‘ক্রিকেটের বরপুত্র’ আবার কারও চোখে তিনি ক্রিকেট ইশ্বর। যে নামেই ডাকুন, শচীন টেন্ডুলকার একজনই। ব্যাট-বলের এই খেলাটির ইতিহাস লিখতে বসলে তার নামটা যে ওপরের সারিতে রাখতেই হবে। ভারতীয় এই ব্যাটিং জিনিয়াস ৪৮-এ পা দিয়েছেন আজ শনিবার। ১৯৭৩-এর ২৪ এপ্রিল জন্ম শচীন রমেশ টেন্ডুলকারের।
ঈর্ষনীয় সব রেকর্ড দখলে বিশ্বকাপ জয়ী এই মহা তারকার। ৬৬৪ আন্তর্জাতিক ম্যাচে রান ৩৪ হাজার ৩৫৭। শতরানের সেঞ্চুরি তো রয়েছেই নামের পাশে। বল হাতেও তুলেছেন ২০১ আন্তর্জাতিক উইকেট। ভারতীয় ক্রিকেটই নয়, বিশ্ব ক্রিকেট বদলে দেওয়া এই কিংবদন্তি ক্রিকেটকে বিদায় বলেছেন ২০১৩ সালে। কিন্তু এখনো শচীন মানেই এক আবেগের নাম।
সংগতভাবেই শচীনের জন্মদিনে বইয়ে যাচ্ছে শুভেচ্ছা বৃষ্টি। ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার সবার ভালবাসায় সিক্ত হচ্ছেন করোনাজয়ী শচীন। যদিও করোনার এই সময়ে ঘরবন্ধী সময় কাটছে লিজেন্ডের।
প্রিয় ক্রিকেটারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তারকা ক্রিকেটার রোহিত শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন, ‘পাজি জন্মদিনের শুভেচ্ছা! এবার তুমি আমাদের সঙ্গে এবারে থাকতে পারনি। তবে সুস্থ আছো এটাই সবথেকে আনন্দের খবর। দারুণ ভাবে জন্মদিন কাটাও এরপর জমিয়ে উপভোগ করো আইপিএল।’
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 24, 2021
শচীনের ছোটবেলার কিছু মুহূর্ত আর খেলোয়াড়ি জীবনের ছবি কোলাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানালেন যুবরাজ সিং। টুইটারে লিখলেন, ‘কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি দ্রুত (করোনা থেকে) সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছো এটা খুবই স্বস্তিদায়ক, আজকের বিশেষ দিনে অনেক ভালোবাসা রইল।’
তরুণ ক্রিকেটার জসপ্রীত বুমরাহ লিখলেন, ‘নব্বইয়ের দশকে শচীনের ব্যাটিং দেখে আমরা সবাই বড় হয়েছি। আমাদের কাছে ক্রিকেট মানেই ছিল শচীন টেন্ডুলকার।’ শুভেচ্ছা জানালেন শিখর ধাওয়ান, ক্রুণাল ও হার্দিক পান্ডিয়া, শেন বন্ডও।
পদ্মভূষণে সম্মানিত এই মহাতারকাকে শুভেচ্ছা জানালেন তার পুত্রও। অর্জুন টেন্ডুলকার। শচীন পুত্র বললেন ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা। খারাপ-ভালো সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞ।’
এটি/এনইউ