ঢাকা লিগের আশা দেখছেন না বিসিবি সভাপতি

ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা আগামী ৬ মে থেকে। তবে তার আগে করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউ টালমাটাল করেছে গোটা দেশকে। ফের বন্ধ হয়ে গেছে দেশের ক্রিকেট। এমন অবস্থায় নির্ধারিত সময়ে কোনভাবেই লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা দেখছেন না খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
শনিবার সস্ত্রীক রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নেন পাপন। সেখানে টিকা নেওয়া শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেটের বিষয়ে কথা বলতে গিয়ে একথা জানান তিনি।
পাপন বলেন, ‘এখন যে পরিস্থিতি আছে তাতে প্রিমিয়ার লিগ শুরু করা কঠিন। এমন পরিস্থিতি আমি ব্যক্রিগতভাবে মনে করি কোনোভাবেই খেলা মাঠে নামানো উচিত হবে না। যতোক্ষণ জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে না পারবো, ততোক্ষণ পর্যন্ত খেলার কোন প্রশ্নই ওঠে না, সেটি একটা টিম হোক বা দশটা টিম হোক।’
গত বছরের ১৫ মার্চ করোনাভাইরাসের আতঙ্ক মাথায় নিয়ে বেশ ঘটা করে শুরু হয় ডিপিএল। তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি। পরের দিনই ঘোষণা আসে আপাতত স্থগিত রাখা হচ্ছে টুর্নামেন্টটির দ্বিতীয় রাউন্ড। পরিস্থিতির অবনতি হলে ২০২০ সালের ১৯ মার্চ বন্ধ হয়ে যায় দেশের ক্রিকেট। এরপর ক্রিকেট ফিরলেও ডিপিএল আর আলো মুখ দেখেনি।
চলতি বছরের ১৪ মার্চ সিসিডিএম থেকে জানানো হয়, আগামী ৬ মে থেকে শুরু হবে স্থগিত থাকা ডিপিএল। তবে এবার ওয়ানডের পরিবর্তে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। করোনাভাইরাসের কারণে সেটিও অনিশ্চিত।
তবে একেবারে আশা ছাড়েননি পাপন, ‘বিসিবি চেষ্টা করে যাচ্ছে। যদি ওরা আমাকে কনভেন্স করতে পারে যে না সুরক্ষা বলয়ে নিশ্চিত করে খেলাটা চালিয়ে যেতে পারবে, তাহলে আমরা খেলব। তবে আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা খুবই ক্ষীণ।’
টিআইএস/এটি