হাসারাঙ্গার তোপে বিপদে বাংলাদেশ

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকাররা বাংলাদেশকে রেখেছিলেন বড় রানের কক্ষপথে। কিন্তু সেখান থেকেই যেন টাইগার ব্যাটিং লাইনআপ থমকে গেল। একপাশে স্বীকৃত ব্যাটার তাওহিদ হৃদয়কে রেখে অপরপ্রান্তে চলেছে আসা যাওয়ার মিছিল। একসময় দলীয় স্কোর ৩০০ পেরুনোর সম্ভাবনা থাকলেও, সেই লক্ষ্য থেকে এখন অনেকটা দূরেই আছে বাংলাদেশ।
তিন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম আর মেহেদি হাসান মিরাজ হতাশ করেছেন দলকে। চার উইকেট নিয়ে বাংলাদেশের মূল সর্বনাশ ঘটিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। একাই ফিরিয়েছেন সৌম্যসহ চার ব্যাটারকে। এরমাঝেও বাংলাদেশ স্পর্শ করেছে দলীয় দুইশ রান। দলের একমাত্র ভরসা হয়ে আছেন তাওহিদ হৃদয়। ধীরগতির ইনিংসে দলের সম্ভাবনা টিকিয়ে রেখেছেন তিনি।
ব্যক্তিগত ৭৪ বলে এসে ফিফটি পেয়েছেন হৃদয়। দলের বাকি ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে হৃদয়ের টিকে থাকাই যেন বাংলাদেশের জন্য স্বস্তির খবর। তাকে সঙ্গ দিচ্ছেন টেল-এন্ডারে নামা তানজিম হাসান সাকিব। ১৯ বলে ১১ রান করে ক্রিজে আছেন তিনি। এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৪ রান।

হাসারাঙ্গা ধ্বংসযজ্ঞ শুরু করেছিলেন সৌম্য সরকারকে দিয়ে। এদিন ফিফটির পরেও ঠিকই এগুচ্ছিলেন তিনি। বড় স্কোরের পথেই ছিলেন। তবে কাটা পড়েন হাসারাঙ্গাকে রিভার্স সুইপ করতে গিয়ে। ভাল শটে ছয় পেয়েই যেতেন। কিন্তু মিডউইকেট থেকে বাঁয়ে ছুটে এসে দারুণ ক্যাচ নিয়েছেন দিলশান মাদুশঙ্কা। ৬৬ বলে ৬৮ রান করে আউট সৌম্য।
এক বল বিরতি দিয়ে আউট হয়েছেন মাহমুদউল্লাহ। নিচু হয়ে গুগলি মিস করে যান পুরোপুরি হয়েছেন স্ট্যাম্পিং। হাসারাঙ্গার ৩ বলে ২ উইকেট শিকারে ম্যাচে ফেরে লংকানরা।
আগের ম্যাচে ফিফটি করা মুশফিক এদিনও পেয়েছেন ভালো শুরু। কিন্তু ২৮ বলে ২৫ রান করে ফিরতে হয়েছে তাকে। হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ তিনি। রিভিউ নিয়ে তার উইকেট নিশ্চিত করেছে লঙ্কান বোলার হাসারাঙ্গা। শেষ ভরসা হয়ে থাকা মিরাজকেও বোল্ড করেছেন এই স্পিনারই।
জেএ