উন্নতি করেও সবার শেষে জিয়ারুল

এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে আজ শনিবার ১০২ কেজি ইভেন্টে খেলেছেন ভারত্তোলক জিয়ারুল আলম। এই ওজন শ্রেণিতে তিনি নয় জনের মধ্যে নবম হয়েছেন। স্ন্যাচে ১২৩ ও ক্লিন অ্যান্ড জার্কে ১৪১ কেজি তুলে মোট স্কোর করেছেন ২৬৪। এই ইভেন্টে কাজাখস্তানের ভারত্তোলক ৩৯০ কেজি তুুলে ব্রোঞ্জ পদক জিতেছেন। পদক থেকে ১২৬ কেজি দূরত্ব জিয়ারুলের।
নয়জনের মধ্যে নবম হলেও খানিকটা প্রাপ্তি রয়েছে এ ভারত্তোলকের। বাংলাদেশ গেমসের চেয়ে ক্লিন অ্যান্ড জার্ক ও স্ন্যাচে মাত্র ১ কেজি করে বেশি তুলতে পেরেছেন জিয়ারুল।
গতকাল ৮১ কেজিতে মনিরা কাজী আটজনের মধ্যে অষ্টম হয়েছিলেন। দক্ষিণ এশিয়াতে পদক জিতলেও এশিয়ান মান থেকে বাংলাদেশ অনেক দূরে এই দুই জনের পারফরম্যান্স এটাই প্রমাণ করে।
মাবিয়া আক্তার সীমান্ত ফ্লাইট জটিলতায় এই চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি। দুই ভারত্তোলকের ইভেন্ট শেষ হলেও এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন শাহরিয়া সুলতানা ও ফারুক সরকার।
এজেড/এটি