হাতাহাতি ইস্যুতে হকিতে জরুরি সভা

ঘরোয়া হকি লিগ মানেই নানা ঘটনা ও বিতর্ক। আম্পায়ারিং সিদ্ধান্ত নিয়ে ক্লাবগুলোর বিদ্রোহ যেমন রয়েছে, তেমনি আবার খেলোয়াড়-কর্মকর্তারা বিবাদে জড়ায় প্রায়ই। গতকাল উষা ও পুলিশের ম্যাচে খেলোয়াড়দের মধ্যে তীব্র হাতাহাতির ঘটনা ঘটেছে।
উদ্ভূত ঘটনার প্রেক্ষিতে লিগ কমিটি আগামীকাল জরুরি সভা ডেকেছে। লিগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না বলেন, ‘আগামীকাল দুপুরে হকি ফেডারেশনের লিগ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত। উষা ও পুলিশ ম্যাচের ঘটনাই মূলত আলোচ্য বিষয়। এরপরও কমিটির সদস্যরা চাইলে অন্য বিষয়েও আলোচনা হতে পারে।’
হকি লিগ কমিটির চেয়ারম্যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের ডিসি। হকি ফেডারেশন অনেকদিন থেকেই মতিঝিল জোনের ডিসিকে লিগ কমিটির চেয়ারম্যান মনোনীত করে আসছে। উষা-পুলিশ উদ্ভূত ঘটনায় লিগ কমিটি কেমন সিদ্ধান্ত নেয় সেটা দেখার অপেক্ষায় হকি অঙ্গন।
গ্রীন ডেল্টা ইন্সুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আজ পঞ্চম জয় তুলে নিল শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভিক্টোরিয়া এসসিকে ১৬- ০ গোলের ব্যবধানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল আকাশী- নীলরা। আবাহনীর আশরাফুল ইসলাম, পুষ্কর খীসা মিমো এবং ওবায়দুল হোসেন জয় হ্যাটট্রিক করেন। এছাড়া হুজাইফা হোসেন ২টি এবং ফরহাদ আহমেদ শিতুল ও রাকিবুল হাসান রকি একটি করে গোল করেন।
ভিক্টোরিয়ার বিরুদ্ধে ম্যাচে ১৬ গোলের ৭টিই এসেছে পেনাল্টি কর্নার থেকে, ১টি পেনাল্টি স্ট্রোক এবং বাদ বাকি ৮টি ছিল ফিল্ড গোল। পেনাল্টি কর্নার থেকে আগের ৪ ম্যাচে সেভাবে গোল পাচ্ছিল না আবাহনী। ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগের দিন পেনাল্টি কর্নার নিয়ে অনুশীলনে ঘাম ঝরিয়েছিল দলটি। সেই পরিশ্রমের ফল আজ পেল আবাহনী।
দিনের প্রথম খেলায় আজাদ স্পোর্টিংকে ৪-১ গোলের ব্যবধানে হারায় অ্যাজাক্স। জয়ী দলের ভারতীয় খেলোয়াড় সিলহেইবা লিশাম জোড়া গোল করেন। অ্যাজাক্সের সুব্রত পাল ও দলটির আরেক ভারতীয় দীপক একটি করে গোল করেন। আজাদ এসসির পক্ষে একমাত্র গোলটি করেন খোরশেদ ।
এজেড/এফআই