পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফিরছেন জামাল

ডেনমার্ক থেকে রওনা হচ্ছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ইউরোপের সাথে বাংলাদেশের সরাসরি ফ্লাইট নেই। তাই দুবাই হয়ে আসতে হচ্ছে জামালকে। ইউরোপ থেকে আসায় জামালকে ৩ দিন কোয়ারেন্টিন করা লাগতে পারে।
৩০ এপ্রিল প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে। খসড়া সূচি অনুযায়ী পরের দিনই খেলা রয়েছে তার ক্লাব সাইফ স্পোর্টিংয়ের। ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘রোববার ঢাকায় আসবেন জামাল। লিগ কবে শুরু হবে সে অনিশ্চয়তার পর আমরা তাকে ছুটি দিয়েছিলাম। কারণ অনেক দিন পরিবারের সঙ্গে দেখা করতে পারেনি। ঢাকা থেকে ডেনমার্ক হয়ে জামাল গিয়েছিলেন জার্মানিতে। সেখানে তার স্ত্রী থাকেন। জার্মানি থেকে ডেনমার্ক হয়ে আবার ঢাকা আসছেন।’
লকডাউনের কারণে ৩ এপ্রিল ঢাকা থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতে ডেনমার্ক যান জামাল।
এজেড/এটি