একাদশে আছেন মুস্তাফিজ, নেই সাকিব

দেখাটা আর হলোই না দুজনের। জাতীয় দলের সতীর্থ অনেক দিন ধরেই। সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানই কেবল বাংলাদেশ থেকে গিয়ে খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। সর্বশেষ আসরে ছিলেন না মুস্তাফিজ, দেখাও হয়নি তাই। এবার সুযোগটা ছিল ভালোভাবেই।
কিন্তু পারফরম্যান্সের অধারাবাহিকতায় আর সেটা ঘটল না। মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস ম্যাচের আগেই অবশ্য বাদ পড়েছিলেন সাকিব, অন্যদিকে আগের ম্যাচে খারাপ করলেও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ঠিকই মুস্তাফিজকে একাদশে রেখেছে রাজস্থান।
শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হয়েছে রাজস্থান ও কলকাতা। বাংলাদেশ সময় আটটায় শুরু হবে ম্যাচটি। রাজস্থানে একাদশে শ্রেয়াস গোপালের জায়গায় জয়দেব উনাদকাট এবং মানান ভোহরার জায়গায় সুযোগ পেয়েছেন যশস্বী জয়সাওয়াল।
পরিবর্তন এসেছে কলকাতার একাদশেও। কমলেশ নাগরকোটির পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শিভাম মাভি।
রাজস্থান রয়্যালস: সাঞ্জু স্যামসন (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, জস বাটলার, ডেভিড মিলার, শিভাম দুবে, রিয়ান পরাগ, রাহুল তেওয়াতিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া এবং মুস্তাফিজুর রহমান।
কলকাতা নাইট রাইডার্স: ইয়ন মরগান (অধিনায়ক), শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাটি, দীনেশ কার্তিক, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, শিভাম মাভি এবং প্রসিধ।
এমএইচ