শাকিল অষ্টম, দিশা সপ্তম

করোনা লকডাউনেও খেলা ও অনুশীলন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশন। এরই ধারাবাহিকতায় শনিবার অনুষ্ঠিত সিঙ্গাপুর ওপেন অনলাইন শ্যুটিং প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশের শ্যুটাররা।
১০ মিটার এয়ার পিস্তল পুরুষ, ১০ মিটার এয়ার রাইফেল পুরুষ এবং ১০ মিটার এয়ার রাইফেল মহিলা ইভেন্টে অনুষ্ঠিত হয়। ১০ মিটার এয়ার পিস্তলে শাকিল আহমেদ ৫৭০ স্কোর করে ফাইনালে কোয়ালিফাই করে এবং ফাইনালে ১১৩.৯ স্কোর করে অষ্টম স্থান অর্জন করেন।
১০ মিটার এয়ার রাইফেল পুরুষ ইভেন্টে রিসালাতুল ইসলাম ৬১৯.২ স্কোর করে ফাইনালে কোয়ালিফাই করে এবং ফাইনালে ১২০.৮ স্কোর করে অষ্টম স্থান অর্জন করেন এবং ১০ মিটার এয়ার রাইফেল মহিলা ইভেন্টে সৈয়দা আতকিয়া হাসান ৬২২.৫ স্কোর করে ফাইনালে কোয়ালিফাই করে এবং ফাইনালে ১৪৪.২ স্কোর করে সপ্তম স্থান অর্জন করেন। এয়ার পিস্তল ম্যান ইভেন্টে ৬টি দেশের ২৬ জন শ্যুটার অংশগ্রহণ করেন। এয়ার রাইফেল পুরুষ এবং মহিলা ইভেন্টেও ৬টি দেশের পুরুষ ২১ জন এবং মহিলা ৩১ জন অংশগ্রহণ করেন।
এজেড/এমএইচ