কুয়েতে ‘হোম ভেন্যুতে’ ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে বাংলাদেশ আজ ফিলিস্তিনের মুখোমুখি হচ্ছে। যুদ্ধ-বিধ্বস্ত ফিলিস্তিন তাদের হোম ম্যাচ আয়োজন করছে কুয়েতে।
কুয়েতের জাবের আল আহমেদ স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৬০ হাজার। স্বাগতিক কুয়েতের খেলা থাকায় তারা মাঠমুখো হননি। ফিলিস্তিন সমর্থকরাও কম জাবের স্টেডিয়ামে। উপস্থিত বারো হাজার দর্শকের মধ্যে প্রায় সবই বাংলাদেশি প্রবাসী। নিরপেক্ষ ভেন্যু হলেও দর্শক উপস্থিতিতে বাংলাদেশের জন্য হোম ভেন্যুর স্বাদই।
বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ফিলিস্তিনের বিপক্ষে গোলবারে মিতুল মারমার উপরই আস্থা রেখেছেন। মদ কান্ডে জাতীয় দলে ফেরা তপু বর্মণ একাদশে জায়গা ফিরে পেয়েছেন। ডিফেন্স লাইনে তার সঙ্গী সাদ, বিশ্বনাথ ও ইসা ফয়সাল।
মধ্যমাঠে রয়েছেন অধিনায়ক জামাল ভুইয়া। তার পাশে থাকবেন হৃদয় ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। মজিবর ও সোহেল রানা মিডফিল্ড থেকে আক্রমণ রচনায় সহায়তা করবেন।
ফরোয়ার্ড বাংলাদেশের অন্যতম নির্ভরতা রাকিব। তার সঙ্গী ফয়সাল আহমেদ ফাহিম। ২৩ জনের স্কোয়াডে রয়েছেন নতুন মুখ রাহুল। অন্য দুই জন কাজেম ও সাদ বাদ পড়েছেন।
বাংলাদেশ একাদশ- মিতুল মারমা ( গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, ইসা ফয়সাল, তপু বর্মণ , হৃদয়, সোহেল রানা, জামাল ভুইয়া, মজিবর রহমান জনি, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
এজেড/এএএ