বাংলাদেশের নতুন বোলিং কোচের সমস্যা যেখানে

গেল মাসেই বাংলাদেশ দলের নতুন বোলিং কোচের দায়িত্ব পান আন্দ্রে অ্যাডামস। এরপর প্রথম মিশন হিসেবে সুযোগ পান শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের মধ্যে দিয়ে। আর প্রথমবারের মতো গতকাল শুক্রবারেই গণমাধ্যমের মুখোমুখি হন অ্যাডামস। সিলেটে প্রথম টেস্টের প্রথম দিন শেষে এসে জানালেন এক সমস্যার কথা।
সেখানে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা জানাতে গিয়ে অ্যাডামস বলেন, ‘আমার কাজের একটা দায়িত্ব হচ্ছে পেসারদের গড়ে তোলা। চ্যালেঞ্জ হচ্ছে, ওরা সব সময় খেলার মধ্যেই থাকছে। সুতরাং আপনাকে খেলার মধ্যেই উন্নতি করতে হবে। ভাষাগত সমস্যাও সামলাতে হচ্ছে। আমি কী দেখছি, ছেলেরা কী বুঝছে, তা সব সময় এক হচ্ছে না।’

অ্যাডামসকে দোভাষী হিসেবে সাহায্য করছেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল। সেই বিষয় অবশ্য সংবাদ সম্মেলনে জানিয়েছেনও নতুন পেস বোলিং এই কোচ, ‘নাফিস আমাকে যথেষ্ট সাহায্য করছে। আমি ওদের বেশি বেশি তথ্য দিয়ে চাপে রাখতে চাই না। ওরা এই জায়গায় ভালো করেই এসেছে। আমি ওদের সেটাই ধরে রাখতে বলছি। এভাবেই আমি ওদের বোঝার চেষ্টা করছি।’
বাংলাদেশের পেসার নিয়ে অ্যাডামস বলেন, ‘আমি রোমাঞ্চিত এখানে কাজ করতে পেরে। খালেদ, সাকিবের (তানজিদ হাসান) মতো পেসার আছে, ওরা শেখার জন্য মুখিয়ে আছে। যারা আছে, তাদের নিয়ে আমি যথেষ্ট খুশি।’
অ্যাডামস অবশ্য খুশি হতে পারেন দলের বোলারদের পারফরম্যান্স নিয়েও। অভিষেক হওয়া নাহিদ রানা পেয়েছেন ৩ উইকেট। গতদিন সকালটা একান্তই নিজের করে নিয়েছিলেন খালেদ। যদিও দিনশেষে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপেই ছিল বাংলাদেশ।
এসএইচ/জেএ