চ্যাম্পিয়ন মেরিনার্সকে রুখে দিল পুলিশ

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আবারও পয়েন্ট খুইয়েছে চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাব। লিগের উদ্বোধনী ম্যাচে উষা ক্রীড়া চক্রের কাছে হেরেছিল মেরিনার্স। আজ (রোববার) বাংলাদেশ পুলিশ স্পোর্টিং ক্লাবের সঙ্গে তারা ৫-৫ গোলে ড্র করেছে। পুলিশের বিপক্ষে এই পয়েন্ট হারানো মেরিনার্সের শিরোপার লড়াইয়ে খানিকটা বড় ধাক্কাই বটে।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশ পুলিশকে শুরুতেই এগিয়ে নেন গুরজিৎ সিং (১-০)। মিনিট দুয়েক পরই অধিনায়ক রাব্বির পেনাল্টি স্ট্রোকে সমতায় ফেরে মেরিনার্স (১-১)। রাজিন্দর সিংয়ের ফিল্ড গোলে মেরিনার্স (১-২) এগিয়ে যায় নবম মিনিটে। পরে ১৩ মিনিটে দারুণ এক ফিল্ড গোলে পুলিশকে সমতায় ফেরান মালেক (২-২)। প্রথম কোয়ার্টারে সমতায় থেকে দু’দল মাঠ ছাড়ে।
দ্বিতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য। তৃতীয় কোয়ার্টারের শুরুতে সবুজের চমৎকার এক ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার্স (৩-২)। ৩৫ মিনিটে কৌশিক ফিল্ড গোল করলে মেরিনার্স ৪-২ গোলে ব্যবধান বাড়ায়। ৩৭ মিনিটে মালেক ফিল্ড গোল করে পুলিশের গোল ব্যবধান কমিয়ে আনেন (৩-৪)। ৪১ মিনিটে পেনাল্টি কর্নার স্পেশালিস্ট সবুজের গোলে ফের এগিয়ে যায় মেরিনার্স (৫-৩)।
পুলিশ ম্যাচের চতুর্থ ও শেষ কোয়ার্টারটা নিজেদের করে নেয়। ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচ জমিয়ে তোলেন মালেক। মেরিনার্সের সঙ্গে পুলিশের ব্যবধান দাঁড়ায় ৪-৫ গোলের। ৫৩ মিনিটে গুরজিৎ সিং পেনাল্টি কর্নার থেকে গোল করে পুলিশকে সমতায় ফেরান (৫-৫)। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ড্রয়ে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়ে দুই দল।
এজেড/এএইচএস