অনেক ‘প্রথমে’র ম্যাচে জিতল বরিশাল

প্রথমে ব্যাট হাতে ঝড় তুললেন নাজমুল হোসেন শান্ত-আনিসুল ইসলাম ইমনরা। শান্তর অশান্ত ব্যাটে প্রথম সেঞ্চুরি দেখলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। তাতে ২২০ রানের বড় সংগ্রহ পায় মিনিস্টার গ্রুপ রাজশাহী, টুর্নামেন্টে এমন ঘটনাও প্রথমবার। কামরুল ইসলাম রাব্বি দর্শকদের সাক্ষী করেন আরও এক প্রথমের। এমন রানের বন্যার মধ্যেই তুলে নেন টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক।
বরিশালের জন্য সংগ্রহটা তাড়া করা প্রায় অসম্ভব মনে হচ্ছিলো। অনেক রেকর্ডের ম্যাচে সম্ভব হলো সেটিও। অধিনায়ক তামিম ইকবালের ফিফটি আর অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে পাহাড়সম লক্ষ্য বরিশাল তাড়া করেছে ৯ বল হাতে রেখেই।
টস জিতে ফিল্ডিং নেয়া বরিশাল রীতিমতো পড়ে ঝড়ের কবলে। রাজশাহীর উদ্বোধনী জুটি যখন ভাঙছে, তখন ১২ ওভার ২ বলে তাদের স্কোরকার্ডে জমা হয়েছে ১৩১ রান। ৩৯ বলে ৬৯ রান করে ওপেনার ইমন ফিরে গেলেও ফেরেননি অধিনায়ক শান্ত।
৪ চার ও ১১ ছক্কায় ৫৫ বলে ১০৯ রান করে সাজঘরে ফেরত যান তিনি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২০ রান তুলে রাজশাহী।
জবাব দিতে নেমে ঝড়ো শুরু করে বরিশালও। ১৫ বলে ২৭ রান করে ওপেনার সাইফ হাসান সাজঘরে ফেরত যান। এরপর উইকেটে এসে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে জুটি গড়েন পারভেজ হোসেন ইমন।
৩৭ বলে ৫৩ রান করে তামিম ফিরলেও নিজের সেঞ্চুরি ও দলের জয় নিশ্চিত করেই ফেরেন ইমন। ৯ চার ও ৭ ছক্কায় ৪২ বলে ১০০ রান করেন তিনি। ৯ বল আগেই ৮ উইকেটের বড় জয় পায় তামিম ইকবালের বরিশাল।
এমএইচ