ক্ষমা পেলেন হারিস রউফ

পাকিস্তান ক্রিকেট এখন ব্যস্ত মাঠের বাইরের ঘটনা নিয়ে। কদিন আগেই জাতীয় দলে থাকার প্রতিশ্রুতিতে অবসর ভেঙেছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। পিএসএলে তার পারফরম্যান্স উপেক্ষ করার সাধ্য ছিল না দেশটির ক্রিকেট বোর্ডের। গতকাল রোববার এলো তিনটি আলাদা আলাদা খবর। পেসার মোহাম্মদ আমির তার অবসর ভেঙে ফিরেছেন। নির্বাচক প্যানেলেও এসেছে পরিবর্তন। ওয়াহাবের সঙ্গে যুক্ত হয়েছে সাবেক আরও তিন তারকা।
একইদিনে ক্ষমা পেয়েছেন পেসার হারিস রউফ। দেশের হয়ে টেস্ট না খেলে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে চাওয়ায় শাস্তির মুখে পড়েছিলেন তিনি। বাদ পড়েছিলেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে। হারিস রউফ গতকাল সেই শাস্তি থেকে মুক্তি পেলেন। তিনিও ফিরছেন বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকায়।
মূলত বিশ্বকাপের পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে অস্বীকার করেছিলেন রউফ। বলেছিলেন টেস্ট খেলার মতো পরিশ্রম করতে পারবেন না। যদিও একইসময়ে বিগব্যাশে ঠিকই গতির ঝড় তুলেছিলেন তিনি। এরপরেই ছিল নিউজিল্যান্ড সফর। সেখানেই বাদ পড়েন তিনি।

হারিস এরপর অবশ্য পিসিবিতে লিখিত আকারে পত্র দিয়ে ক্ষমা চেয়েছেন। এতেই মন গলেছে পাকিস্তানের ক্রিকেট কর্তাদের। বোর্ড প্রধান মহসিন নাকভি মনে করেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তার বিবেচনাতেই ফিরছেন হারিস।
আরও পড়ুন
পাকিস্তানি এই ফাস্ট বোলারকে নিয়ে নাকভি বলেন, ‘রউফ আমাদের কাছে লিখিত ভাবে ক্ষমা চেয়েছে। সেই চিঠি পাওয়ার পর আমরা ওকে বোর্ডের চুক্তিতে ফিরিয়ে নিচ্ছি। পাকিস্তান সুপার লিগে খেলার সময় ও চোট পেয়েছে। রউফের চিকিৎসার দায়িত্ব আমাদের। ওকে দ্রুত সুস্থ করতে হবে।’
যদিও পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত কেবল একটিই টেস্ট খেলেছেন হারিস রউফ। এবার কেন্দ্রীয় চুক্তিতে ফেরার পর আবার তিনি টেস্ট খেলেন কি না সেই দিকে নজর থাকবে।
এতসব আয়োজনের মধ্যে অবশ্য পাকিস্তানের কোচ কে হবেন সেটাই এখন পর্যন্ত চূড়ান্ত না। বেশ কিছুদিন ধরে শেন ওয়াটসনের নাম শোনা গেলেও নিজেকে শেষ পর্যন্ত সরিয়ে নেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। এই ঘটনার পেছনে অবশ্য গণমাধ্যমকেই দায়ী করেছেন পিসিবি প্রধান মহসিন নাকভি।একইসঙ্গে তিনি আরও জানান, খুব শীঘ্রই পাকিস্তান ক্রিকেটে পূর্ণাঙ্গ একটি কোচিং প্যানেল দেখা যাবে। যেখানে বিদেশী কোচের পাশাপাশি নিজ দেশের কোচদেরও যুক্ত করা হবে।
জেএ