আইপিএলে কোন গ্রুপে কোন দল?

২০২২ সাল থেকে শুরু হয়েছে আইপিএলের গ্রুপিং পদ্ধতি। দশ দলের আইপিএলে নতুন এক সংযোজন ছিল গ্রুপিং। গ্রুপের পদ্ধতি অনুযায়ী, প্রতিটি দল নিজ নিজ গ্রুপের দলগুলোর বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। অপর গ্রুপের একটি দলের সঙ্গে একটি করে ম্যাচ। তবে একটি দলের বিপক্ষে থাকবে দুটি ম্যাচ।
কদিন পরেই ভারতে হবে লোকসভা নির্বাচন। মূলত নির্বাচনের সূচির কারণেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রাথমিকভাবে ৭ এপ্রিল পর্যন্ত আইপিএলের সূচি প্রকাশ করেছিল। এবার ৮ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত আইপিএলের পুরো সূচি ঘোষণা করেছে।
একইদিনে জানানো হয়েছে আইপিএলের এবারের গ্রুপিং। গ্রুপ অনুযায়ী, মুস্তাফিজের চেন্নাই সুপার কিংসের সঙ্গে থাকছে ২০২২ আসরের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। এছাড়া থাকছে মুস্তাফিজেরই সাবেক ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ, বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস।

অন্য গ্রুপে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে থাকছে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এদের সঙ্গী মুস্তাফিজের সাবেক দুই দল দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস। আছে লখনৌ সুপার জায়ান্টস। এদের মধ্যে ড্র অনুযায়ী লখনৌর বিরুদ্ধে দুই ম্যাচ খেলতে হবে চেন্নাইকে। বাকি চার দলের বিপক্ষে হবে একটি করে ম্যাচ।
আরও পড়ুন
এক নজরে আইপিএলের দুই গ্রুপ
| গ্রুপ 'এ' | গ্রুপ 'বি' |
| মুম্বাই ইন্ডিয়ান্স | চেন্নাই সুপার কিংস |
| কলকাতা নাইট রাইডার্স | রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু |
| দিল্লি ক্যাপিটালস | গুজরাট টাইটান্স |
| রাজস্থান রয়্যালস | সানরাইজার্স হায়দরাবাদ |
| লখনৌ সুপার জায়ান্টস | পাঞ্জাব কিংস |
এবারের আসরে সবমিলিয়ে মোট ম্যাচ অনুষ্ঠিত ৭৪টি। প্রথম কোয়ালিফায়ার মাঠে গড়াবে আগামী ২১ মে। এলিমিনেটর হবে ২২ মে। এই দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২৪ মে। আর ফাইনাল হবে ২৬ মে। এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের চিপাকে।
জেএ