ক্রিকইনফোর বর্ষসেরা একাদশ, সমর্থকদের হাস্যরস

দেখতে দেখতে আরো একটি বছরের ইতি ঘটছে। ক্রিকেট দুনিয়ায় ঘটনা আর অঘটনের মধ্য দিয়ে পর্দা নামছে ২০২০ সালের। চলতি বছর বিদায়ের আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। করোনার কারণে চলতি বছর এমনিতেই দীর্ঘ সময় বন্ধ ছিল খেলা।
তবুও রীতি অনুযায়ী বেছে নিতে হয়েছে সেরা খেলোয়াড়দের। সেই রীতি মেনে চলতি বছরে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করে ওয়ানডে দল ঘোষোণা করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। তবে তাদের বাছাইকৃত একাদশ ভালোভাবে নেয়নি সমর্থকদের বড় একটি অংশ।
২০২০ সালের ক্রিকেটীয় ক্যালেন্ডারের বড় একটি অংশ করোনার পেটে গিয়েছে। সে সময় বন্ধ ছিল মাঠের লড়াই। সেই দুঃসময় পাড়ি দিয়ে আবার বাইশ গজের লড়াইয়ে ফিরেছেন খেলোয়াড়রা। তাদের মধ্য থেকে সেরা ১১ জন নিয়ে এই বছরের সেরা একাদশ দিয়েছে ক্রিকইনফো।
এই দলে অস্ট্রলিয়ার ৬ জন ক্রিকেটারকে রেখেছে তারা। ভারতের আছেন ৩ জন ক্রিকেটার। এছাড়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ১ জন করে দলে রেখেছে ক্রিকইনফো। যেখানে ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গী অ্যারন ফিঞ্চ। তাকেই অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। তিনে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
চার, পাঁচ, ছয় ও সাত নম্বরে আছেন স্টিভ স্মিথ, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল ও রবীন্দ্র জাদেজা। সঙ্গে তিন পেসার জফরা আর্চার, আলজারি জোসেফ আর জশ হ্যাজেলউডের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন অ্যাডম জাম্পা।
এই একাদশ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকইনফোকে দুয়ো দিতে ছাড়েননি সমর্থকরা। অনেকেই এটিকে অস্ট্রেলিয়া-ভারত যৌথ একাদশ বলে মত দিয়েছেন। অ্যান্থনি নামের এক সমর্থক লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে ভারত যেমন চীনের পণ্য বর্জন করেছিল, তেমনি ক্রিকইনফো বাকিদের বয়কট করেছে।’
আরেক সমর্থক লিখেছেন, ‘জেনে ভালো লাগল ক্রিকেট এখন দুই দলের লড়াই হয়ে দাঁড়িয়েছে। বাকিরা খেলেটা থেকে তাদের নাম প্রত্যাহার করে নিচ্ছে!’ নেপালি এক সমর্থক মজা করে লিখেছেন, ‘অস্ট্রেলিয়া-ভারত যৌথ্য একাদশে আর্জার, জোসেফ ঢুকে পরলো কি করে?’ আরেক সমর্থক লিখেছেন, ‘আমি নিশ্চিত এই দলের বিপক্ষে নিউজিল্যান্ড অনায়াসেই জিতবে।’
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ:
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জফরা আর্চার, অ্যাডাম জাম্পা, আলজারি জোসেফ ও জশ হ্যাজেলউড।
এমএইচ