বাংলাদেশকে ফলো-অন না করানোর কারণ জানাল শ্রীলঙ্কা

সিলেট টেস্টের পর চট্টগ্রামেও ব্যর্থ বাংলাদেশি ব্যাটিং লাইনআপ। শ্রীলঙ্কার ব্যাটাররা যেখানে দাপট দেখিয়েছে, সেখানেই ভুগেছে স্বাগতিক ব্যাটাররা। এমনকি ফলো-অন এড়ানোর জন্য নূন্যতম যে রান দরকার ছিল সেটাও করতে পারেনি বাংলাদেশ। তবে বাংলাদেশকে ফলো-অন না করিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে ৫৩১ রান করেছিল শ্রীলঙ্কা। টেস্ট ক্রিকেটের নয়ম অনুযায়ী—প্রথম ইনিংসে ২০০ রান বা তার চেয়ে বেশি রানের লিড পেলে প্রতিপক্ষকে ফলো-অন করানো যায়। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে লিড পেয়েছে ৩৫৩ রানের। তাই ইচ্ছা করলেই বাংলাদেশকে ফলো-অন করাতে পারতেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।
দিন শেষে সংবাদ সম্মেলনে এসে শ্রীলঙ্কার বোলিং কোচ দর্শনা গামাগে জানিয়েছেন ফলো-অন না করানোর কারণ। গামাগে বলেন, 'প্রধান কারণ হলো বোলারদের আমরা একটু বিরতি দিতে চেয়েছি। কারণ আরও দুই দিনের খেলা বাকি আছে। এই বিশ্রামে তারা দ্বিতীয় ইনিংসে আরও বেশি কার্যকরী হতে পারে।'
চট্টগ্রামের এমন গরম আবহাওয়ায় পেসাররা যেভাবে পারফর্ম করছেন, তাতে খুশি দলটির বোলিং কোচ গামাগে। তিনি বলছিলেন, 'আমার মনে হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলের পেসাররাই ভালো বল করেছে। ভালো জায়গায় ধারাবাহিকভাবে বল করে গেছে।'
'টেস্ট ক্রিকেটে শৃঙ্খলা ধরে রাখার ব্যাপারে আমরা সবসময় কথা বলি। এমনকি ব্যাটারদের নিয়ে পরিকল্পনার আগেও আমরা বলাবলি করি নিজেদের বোলিংয়ে যেন শৃঙ্খলা থাকে। কীভাবে ফিল্ডিং সাজাতে হবে এবং সে অনুযায়ী ধারাবাহিকভাবে বল করতে হবে। দুই টেস্টেই পেসাররা দ্রুতই নিজেদের কাজ ধরতে পেরেছে। এই ম্যাচের আগেও আমরা প্রস্তুতি নিয়ে এসেছি।'-যোগ করেন তিনি।
এসএইচ/এইচজেএস